• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

মুক্তিযুদ্ধ জাদুঘরে নাট্যোৎসব

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১১ মে ২০১৮

চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। রাজধানীর আগারগাঁওয়ের মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত হবে এ উৎসব। উৎসবে আজ মঞ্চস্থ হবে শূন্যন রেপার্টরি নাট্যদলের নাটক ‘লালজমিন’।

মুক্তিযুদ্ধভিত্তিক এই নাটকটির রচনা করেছেন মান্নান হীরা। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। এতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। আগামীকাল মঞ্চায়িত হবে বুয়েট ড্রামা সোসাইটির নাটক ‘লেটার টু এ চাইল্ড নেভার বর্ন’। ওরিয়ানা ফাল্লাচির লেখা থেকে নাটকটির নাট্যরূপ দিয়েছেন শাহেদ ইকবাল। বাকার বকুলের নির্দেশনায় মঞ্চস্থ হবে নাটকটি।

১৩ মে (রোববার) ‘ব্রাত্য আমি মন্ত্রহীন’ মঞ্চস্থ করবে বিবর্তন যশোর (ঢাকা ইউনিট)। সাধনা আহমেদের লেখা এ নাটকটি নির্দেশনা দিয়েছেন ইউসুফ হাসান অর্ক। ১৪ মে (সোমবার) মঞ্চস্থ হবে নাটক ‘ওপেন কাপল’। মঞ্চায়ন করবে নাগরিক নাট্য সম্প্রদায়। দারিও ফো এবং ফ্রাঙ্কা রামে’র মূল গল্প থেকে রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন সারা যাকের।

প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটক মঞ্চস্থ হবে। প্রদর্শনীর আগে মিলনায়তনের টিকেট কাউন্টার থেকে টিকেট সংগ্রহ করা যাবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads