• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
তানজিন তিশার ‘কাব্য বন্যা’

অভিনেত্রী তানজিন তিশা

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

তানজিন তিশার ‘কাব্য বন্যা’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ মে ২০১৮

রাজবাড়ীর মালিক জামিল হাসান। বন্যা তার স্ত্রী। জামিল সাহেব বিয়ে করার পর এই বাড়িতে তার কোনো আত্মীয়স্বজন খুব একটা আসেনি। কারণ তিনি বন্যাকে প্রচণ্ড ভালোবাসেন। এই কারণেই তার মনে বন্যাকে হারানোর ভয় কাজ করে। এই রাজবাড়ীতে একা একজন মানুষ বন্যা। জামিল সাহেব সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকেন ব্যবসার কাজে। একদিন বাসায় ঢোকার পথে তিনি একটি ছেলেকে দেখতে পান। ছেলেটি ছবি আঁকে। ছবি আঁকার জন্যই তাকে এই রাজবাড়ীটি দেখতে হবে। ছেলেটির নাম কাব্য। জামিল সাহেব ছেলেটিকে ভেতর নিয়ে গেলেন বাড়িটি দেখানোর জন্য নয়, ছবি আঁকার জন্য। তার খুব ইচ্ছে বন্যার একটি পোর্ট্রেট করার। নিজেই করতে চেয়েছিলেন, এই জন্য রং-তুলি-ক্যানভাসও কিনেছিলেন। বন্যার একটি ছবিও এঁকেছিলেন, কিন্তু তা বন্যার ছবি হয়ে ওঠেনি। কাব্য কি পারবে বন্যার ছবি আঁকতে?

এ প্রশ্নের উত্তর পেতে হলে দেখতে হবে একক নাটক ‘কাব্য বন্যা’। মমর রুবেলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নাজমুল রনি। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— তৌসিফ, তানজিন তিশা, কল্লোলসহ অনেকে। আজ রাত ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads