• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
পর্দা নামছে আজ

সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আলি আব্বাসির ‘বর্ডার’

ইন্টারনেট

আনন্দ বিনোদন

কান চলচ্চিত্র উৎসব

পর্দা নামছে আজ

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২০ মে ২০১৮

পর্দা নামছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর কান চলচ্চিত্র উৎসবের। শনিবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয় ৭১তম আসরের সমাপনী উৎসব। শেষ সময়ে চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলের মনে একটাই প্রশ্ন— কে পাচ্ছে ‘স্বর্ণপাম’? ‘স্বর্ণপাম’ লড়াইয়ে এবারের আসরে অংশ নেয় ১৪টি দেশের ২১টি চলচ্চিত্র। মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত এই চলচ্চিত্রগুলো থেকেই সেরা একজনের হাতে উঠবে ‘স্বর্ণপাম’।

এবারের লড়াইয়ে অংশ নেয় ইরানি পরিচালক আসগর ফারহাদির ‘এভরিবডি নোজ’, ফরাসি পরিচালক স্তেঁফ ব্রিজের ‘অ্যাট ওয়ার’, তুর্কি চলচ্চিত্রকার নুরি বিলজে জিলানের ‘দ্য ওয়াইল্ড পিয়ার ট্রি’, কাজাখস্তানের পরিচালক সারগেই দভরৎসেভয়ের ‘আয়কা’, ইতালীয় পরিচালক মাত্তিয় গারোনোর ‘ডগম্যান’, ফরাসি পরিচালক জঁ লুক গদারের ‘লে লিভরে দ ইমাজ’, ফরাসি পরিচালক ইয়ান গনজালেজের ‘নাইফ প্লাস হার্ট’, জাপানি পরিচালক রুসুকি হামাগুচির ‘আসাকো ওয়ান অ্যান্ড টু’, ফরাসি পরিচালক ক্রিস্তোফে হোনোরের ‘সরি অ্যাঞ্জেল’, ফরাসি পরিচালক ইভা হুসনের ‘গার্লস অব দ্য সান’, চীনা পরিচালক জিয়া ঝংয়ের ‘অ্যাস ইজ পিউরিয়েস্ট হোয়াইট’, জাপানি পরিচালক হিরোকাজু কোরে-এদার ‘শপলিফটারস’, লেবানিজ পরিচালক নাদিন লাবাকির ‘ক্যাপারনাউম’ এবং দক্ষিণ কোরীয় পরিচালক লি চ্যাং-ডংয়ের ‘বার্নিং’, আমেরিকান চলচ্চিত্রকার স্পাইক লির ‘ব্ল্যাককেক্লান্সম্যান’, আমেরিকান পরিচালক ডেভিড রবার্ট মিশেলের ‘আন্ডার দ্য সিলভার লেক’, ইরানি পরিচালক জাফর পানাহির ‘থ্রি ফেসেস’, পোলিশ-ব্রিটিশ পরিচালক পাওয়েল পাওলিকভস্কির ‘কোল্ড ওয়ার’, ইতালীয় পরিচালক আলিস রোহরেচারের ‘লাৎজারো ফেলিস’, মিসরীয়-অস্ট্রিয়ান পরিচালক আবু বকর শাওকির ‘ইয়োমেদ্দিন’ এবং রুশ চলচ্চিত্র পরিচালক কিরিল সেরেব্রেনিকভের ‘লেটো’।

এর আগে ৮ মে শুরু হয়েছিল উৎসবের। এদিন প্রদর্শিত হয়েছে ‘এভরিবডি নোজ’ ছবিটি। টানা ১২ দিন উৎসব চলার পর অবশেষে পর্দা নামল জমকালো এ আয়োজনের। তবে শেষ পর্যন্ত কার হাতে যাচ্ছে ‘স্বর্ণপাম’ সেটা জানার জন্য অপেক্ষা করতে হবে আরো একদিন।

সেরা চলচ্চিত্র ‘বর্ডার’

৭১তম কান উৎসবে আঁ সার্তেন রিগার্দ বিভাগে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে আলি আব্বাসির ‘বর্ডার’। শুক্রবার কান স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে পালে দো ফেস্টিভ্যাল ভবনের সাল দুবুসি থিয়েটারে সেরা নির্বাচিত হয়েছে ছবিটি।

ইরানি বংশোদ্ভূত ডেনিশ পরিচালক আলি আব্বাসির ‘বর্ডার’ ছবি দিয়ে আঁ সার্তেন রিগার্দে বিভাগে বিচারকদের মন কেড়েছেন। আঁ সার্তেন রিগার্দে এবার জমা পড়েছিল ২০০০ ছবি। এর মধ্যে নির্বাচিত হয় ১৮টি চলচ্চিত্র। মোট ৬ জন পরিচালকের প্রথম ছবি ছিল তালিকায়। আঁ সার্তেন রিগার্দে বিচারকদের সভাপতি আমেরিকান অভিনেতা বেনিসিও দেল তোরো সেরা ছবির নাম ঘোষণা করেন। আগামী ২৩ থেকে ২৯ মে প্যারিসের রপ্লে মেডিসিসে প্রদর্শিত হবে এ বিভাগে নির্বাচিত ১৮টি ছবি।

আঁ সার্তেন রিগার্দে বিভাগে অন্যান্য বিজয়ীরা হলো সেরা চিত্রনাট্য : সোফিয়া (মরিয়ম বেনেমবারেক), সেরা অভিনয়: ভিক্টর পলস্টার (গার্ল), সেরা পরিচালক : সের্গেই লজনিৎসা (ডনবাস)। জুরি স্পেশাল প্রাইজ : দ্য ডেড অ্যান্ড দ্য আদারস (জোয়াও সালাভিজা ও রেনে নাদের মেসোরা)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads