• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
১০০ শিল্পীকে সহায়তা

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

১০০ শিল্পীকে সহায়তা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুন ২০১৮

ঈদে ১০০ শিল্পীকে আর্থিক সহায়তা দেবে চলচ্চিত্র শিল্পী সমিতি। বাংলাদেশের খবরকে বিষয়টি জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। শিল্পী সমিতি সবসময় শিল্পীদের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রিতে সুবিধাবঞ্চিত অনেক শিল্পী আছেন। তাদের মধ্য থেকে ১০০ শিল্পীকে আমরা এ বছর আর্থিক সহযোগিতা দেব। আমরা শিল্পীদের হাতে একটা সম্মানজনক অর্থ দেব সমিতির পক্ষ থেকে। সেটা দিয়ে তারা যেন পরিবারসহ আনন্দে ঈদ করতে পারেন।’

আগামী শনিবার বা রোববার সমিতির পরিষদ সদস্যদের সঙ্গে নিয়ে এ সহায়তা প্রদান করা হবে। জায়েদ খান মনে করেন, চলচ্চিত্রের মানুষ একটি পরিবার। পরিবারের সবাই একসঙ্গে ঈদ আনন্দে মেতে উঠবেন। এমনটাই হওয়া উচিত। সেই ভাবনা-চিন্তা থেকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে শিল্পী সমিতির এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন চলচ্চিত্র-সংশ্লিষ্টরা। এছাড়া শিল্পীদের জন্য ফান্ড গঠন এবং চিকিৎসাসেবাসহ বিভিন্ন কর্মকাণ্ড চালু করেছে শিল্পী সমিতির বর্তমান কমিটি। বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে শিল্পীদের পাশে দাঁড়ানোর এ রীতি অব্যাহত রাখতে চান জায়েদ খান।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিল্পী সমিতি আগের চেয়ে এখন অনেক শিল্পীবান্ধব। শিল্পী সমিতি আগের থেকে অনেক প্রাণচঞ্চল হয়েছে। আমরা সব সময় সুবিধাবঞ্চিত শিল্পীদের পাশে দাঁড়াতে চাই। আমাদের পরিবারের কোনো সদস্যের খোঁজখবর নেওয়া আমাদের দায়িত্ব। সে দায়িত্ব পালনের চেষ্টা আমরা করে যেতে চাই।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads