• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মানুষ ইউটিউবে নাটক দেখে

অভিনেত্রী ভাবনা

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

মানুষ ইউটিউবে নাটক দেখে

  • প্রকাশিত ০৮ জুন ২০১৮

পুরো নাম আশনা হাবিব ভাবনা। একাধারে তিনি মডেল ও অভিনয়শিল্পী। নাটক, টেলিফিল্মে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন তরুণ অভিনেত্রী ভাবনা। অল্প সময়ই নিজের মেধা ও প্রতিভায় অনন্য এই অভিনেত্রী জায়গা করে নিয়েছেন দর্শকদের মনে। ব্যস্ত এ অভিনেত্রী ঈদ ব্যস্ততা নিয়ে কথা বলেন। সাক্ষাৎকার নিয়েছেন- রুহুল আমিন ভূঁইয়া

ঈদ নাটক প্রসঙ্গে

ঈদে একাধিক নাটক-টেলিছবিতে দেখা যাবে আমায়। এরই মধ্যে শেষ করেছি শহীদুন্নবীর ‘ঘামবাবু’, অনিমেষ আইচের ‘গিফট’, সাগর জাহানের ‘দুলু বাবুর্চি’, সোহেল রানা ইমনের ‘মেঘ পিয়নের চিঠি’, ও মুরছালিন শুভর ‘মি. অ্যান্ড মিসেস লিয়াকত’ শীর্ষক নাটকগুলোর কাজ। ছোট পর্দার বাইরে ‘আনম্যারিড ওয়াইফ’ শিরোনামে একটি ওয়েব সিরিজেও দেখা যাবে। ঈদেন জন্য যে কাজগুলো করেছি তার প্রত্যেকটা ভালো মানের কাজ হয়েছে। দর্শকের বিরক্ত হওয়ার মতো কাজ থেকে দূরে থাকার চেষ্টা করেছি। বাকিটা নাটকগুলো প্রচার হওয়ার পর বোঝা যাবে দর্শকের প্রতিক্রিয়া কেমন।

‘গুলনেহার’ প্রসঙ্গে বলুন-

আমার গুলনেহার জীবন্ত হয়ে উঠছে। এখন তাকে আমি সামনে দেখতে পাচ্ছি। এটা সত্যি আমার জন্য অন্যরকম অনুভূতি। গুলনেহার উপন্যাসের মূল চরিত্রটি ৮০ বছর বয়স্ক এক বৃদ্ধা। টেলিফিন্মটিতে ‘গুলনেহার’ চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী দিলারা জামান। এই বৃদ্ধার তরুণ বয়সী চরিত্রে দেখা যাবে আমাকে। টেলিফিল্মটি নির্মাণ করেছেন অনিমেষ আইচ। আর টেলিফিল্মটি ঈদে বাংলাভিশনে প্রচারিত হবে। ‘গুলনেহার’ আমার জন্য অনেক আনন্দের। এটি নতুন একটি অভিজ্ঞতাও বলা যায়। চরিত্রটির জন্য দিলারা জামান আমার অনেক প্রশংসা করেছেন। আমার এই টেলিছবিতে রোকেয়া প্রাচী, শাহাদাৎ হোসেন, দীপক সুমন, তমালিকা কর্মকার, ছবি, সুষমা সরকারসহ অনেক তারকা অভিনয় করেছেন। কোনো কিছুতে আমি অপূর্ণ রাখিনি। দর্শকের ভালো কিছু দেওয়ার চেষ্টা থেকেই এটি করেছি।

বর্তমান সময়ে নাটকের মান নিয়ে অনেকেই অনেক কথা বলছেন এ ক্ষেত্রে আপনি কী বলবেন?

এটা ভুল আমাদের দেশে অনেক ভালো নাটক নির্মাণ হচ্ছে। ঈদে যথেষ্ট ভালো নাটক নির্মাণ হয়েছে। আর দর্শক আমাকে চিনে নাটকের মাধ্যমে আমি তো কোনো বিজ্ঞাপন করি না বা অন্য কোনো কাজও করি না। যেহেতু মানুষ আমাকে চেনে, তার মানে মানুষ নাটক দেখে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ইউটিউবে আমাদের নাটক দেখে। তো মানুষ নাটক দেখে না এ কথাটা ভুল।

বড়পর্দা অনিয়মিত-

বড়পর্দা ছোটপর্দা বলে কোনো কথা নেই। আমি ভালো চরিত্রে অভিনয় করতে চাই সেটা যে জায়গাই হোক না কেন। একটি সিনেমা করতে সময় লাগে। আমি সিনেমার কাজ করতে চাই যেটা আজীবন থাকবে। আমি ধুলোয় মিশিয়ে যাওয়ার মতো সিনেমা করতে চাই না। যে ছবি হলে আসবে আবার চলে যাবে এমন ছবি করতে চাই না। ভালো গল্প ও চরিত্রের জন্য অপেক্ষায় আছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads