• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সারাজীবন অভিনয় করতে পারব না

অভিনেত্রী নিপুণ

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

সারাজীবন অভিনয় করতে পারব না

  • প্রকাশিত ০৯ জুন ২০১৮

এক সময়ের বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন নিপুণ। সমপ্রতি রুপালি পর্দা থেকে কিছুটা দূরে থাকলেও ছোটপর্দায় তাকে দেখা যাচ্ছে হরহামেশাই। তবে কিছুটা বিরতির পর আসন্ন ঈদের জন্য দুটি টেলিছবিতে কাজ করেছেন। সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন- রুহুল আমিন ভূঁইয়া

টেলিছবি দুটি প্রসঙ্গে

‘মোহাব্বত ব্যাপারী ২’ ও ‘একটুস খানি প্রেম’ শিরোনামে দুটি টেলিছবিতে দেখা যাবে আমায়। টেলিছবি দুটির নির্মাতারা হলেন এসএ হক অলিক ও সাজ্জাদ হোসেন দোদুল। দুটি টেলিছবি কমেডি ধাঁচের। অলিক ভাইয়ের নাটকে আমি আর নাদিয়া বোনের চরিত্রে অভিনয় করেছি। ঠেলাগাড়িতে করে বাসা বদল করার দৃশ্যে শুটিং করেছি। টেলিছবির গল্প দুটি দারুণ, আশা করি সবার ভালো লাগবে।

চলচ্চিত্র এবং নাটক কোন মাধ্যমে নিপুণ সেরা?

একজন শিল্পীর জন্য দুই মাধ্যমে কাজ করে সমান জনপ্রিয়তা পাওয়া ভাগ্যের বিষয়। দর্শকের আগ্রহেই আমি নাটকেও কাজ করছি। প্রথম ভালো লাগার জায়গা অভিনয়। প্রথম প্রেম চলচ্চিত্র। চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমেই দর্শক আমাকে চিনেছে। কোন মাধ্যম সেরা, সেটা দর্শক ভালো বলতে পারবে। চলচ্চিত্র আর নাটক দুই মাধ্যমেই কাজ করছি। ভালো লাগছে।

আমাদের চলচ্চিত্রের মান প্রসঙ্গে-

এক কথায় আমাদের চলচ্চিত্রের মান এখন অনেক ভালো। দর্শক হলে যাচ্ছে। কিছু পরিচালকরা চেষ্টা করছেন ভালো কিছু করার জন্য। ভালো কাজ হচ্ছে। চলচ্চিত্র এখন ডিজিটাল যুগে প্রবেশ করেছে। আমাদের চলচ্চিত্রের কালার এবং আনুষঙ্গিক বিষয় দর্শকদের মন কাড়তে পারছে সেই সঙ্গে কিছু মানসম্মত সিনেমা তৈরি হচ্ছে। আমার বিশ্বাস চলচ্চিত্র আবার সেই স্বর্ণযুগ ফিরে পাবে।

একসঙ্গে দুই মাধ্যমে কাজ করতে কেমন লাগে?

‘চলচ্চিত্র কিংবা ছোটপর্দা, দুটিই কিন্তু দর্শকের মাধ্যম। দুটিরই দর্শক আলাদা আলাদা। যারা হলে গিয়ে সিনেমা দেখেন, তারা কিন্তু ঘরে বসে খুব কমই টিভিতে সিনেমা দেখেন। নাটক কিংবা টেলিফিল্ম দেখেন তারা। তাই আমার কনসেপ্টটা একটু আলাদা। আমার নাটকের যারা দর্শক রয়েছেন তাদের জন্য যেমন আমি ভালো কিছু কাজ করার চেষ্টা করি ঠিক তেমনি আমার সিনেমাপ্রেমী দর্শকদের জন্যও আমি ভালো চলচ্চিত্রে কাজ করার চেষ্টা করি। সব মিলিয়ে আমি নিজেকে দুই মাধ্যমেই পূর্ণাঙ্গ রাখতে চাই।’

ব্যবসায়ী নিপুণের ব্যস্ততা?

দেখুন সারাজীবন তো আর অভিনয় করতে পারব না। অন্য কিছু তো করতে হবে। ব্যবসা করছি। দেশের নারীদের আন্তর্জাতিকমানের সৌন্দর্য চর্চায় অভ্যস্ত করার লক্ষ্যে একটি পার্লার খুলেছি। রাজধানীর বনানীতে আমার পার্লার অবস্থিত। বেশ ভালোই চলছে আমার এই প্রতিষ্ঠানটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads