• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘মাথানত করব না’

সঙ্গীতশিল্পী আসিফ আকবর

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

‘মাথানত করব না’

  • প্রকাশিত ১১ জুন ২০১৮

নবাব আমিন

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনে গীতিকার, সুরকার ও গায়ক শফিক তুহিনের দায়ের করা মামলায় সঙ্গীতশিল্পী আসিফ আকবর এখন কারাগারে। শনিবার তার সঙ্গে দেখা করেছেন তার পরিবার ও সঙ্গীতাঙ্গনের বেশ কয়েকজন। তাদের উদ্দেশে ‘অডিও ইন্ডাস্ট্রির যুবরাজ’ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর বলেন, ‘আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আইনের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। অনেকেই নাকি বলছেন আপসের কথা। আইনের প্রতি সম্মান থাকলে আপসের কথা আসে কী করে। সুতরাং আইন যেভাবে চলছে সেভাবে চলবে। যা হওয়ার আদালতেই হবে।’

তিনি আরো বলেন, ‘আমি কোনো আপসে যাব না। মাথানত করব না। কারণ আমি কোনো অপরাধ করিনি।’ এ কথা আসিফ আদালতে বিচারকের সামনেও বলেছেন বলে জানা যায়।

ভক্তদের উদ্দেশে আসিফ আকবর বলেন, ‘আমি জানি আমার ভক্তরা আমাকে কীরকম ভালোবাসে। আমাকে বেশি ভালোবাসতে গিয়ে তারা সামাজিক যোগাযোগমাধ্যমে যেন কোনোরকম অপ্রীতিকর কিছু না করে, উল্টোপাল্টা কমেন্ট ও পোস্ট থেকে বিরত থাকে- সেটাই চাইব। সবাই দোয়া করলেই হবে। এত ক্রেজি হওয়ার কিছু নেই। উদ্বিগ্ন হওয়ার কিছু নেই।’

এদিকে, গতকাল রোববার মামলা থেকে জামিন আবেদনের পর তা আবার প্রত্যাহার করে নেন আইনজীবী নুসরাত জাহান। তিনি বলেন, আমরা আজ জামিন শুনানি করব না। আগামীকাল (সোমবার) করব।

আদালতে কোনোরকম অস্বস্তিতে নেই আসিফ আকবর। যখন যা প্রয়োজন সবরকমের সেবাই পাচ্ছেন বলে জানা গেছে। সরেজমিন দেখা যায়, বেশ ফুরফুরে মেজাজে সবার সঙ্গে কথা বলছেন তিনি। এদিক-ওদিক হাঁটছেন বেশ স্বাচ্ছন্দ্যে। যারা দেখা করতে যাচ্ছেন সবার সঙ্গেই বেশ হাসিমুখে কথা বলছেন।

এ ছাড়া, কারাগারে কর্মরতদের বেশিরভাগই আসিফ আকবরের গানের ভক্ত। তারাও তাদের প্রিয় শিল্পীকে এত কাছে পেয়ে বেশি উচ্ছ্বসিত।

এদিকে, প্রিয় শিল্পীর মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে ও নানান দেশে বাঙালি কমিউনিটিগুলোতে আসিফভক্তরা মানববন্ধন করেছেন। গত শুক্রবার থেকে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও ভক্তরা মানববন্ধন করে যাচ্ছেন। তাদের দাবি একটাই, যুবরাজকে মুক্তি দেওয়া হোক। কেউ কেউ বলছেন, আমাদের লাখ লাখ আসিফিয়ানদের ঈদের টিকেট প্রিয় আসিফ আকবর। এ টিকেটের জন্য যেন আমাদের ঈদটা মাটি না হয়ে যায়। আমরা পরিবার, স্বজন নিয়ে ভালোভাবে ঈদটা করতে চাই।

শুধু তাই নয়, গ্রেফতার হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম হয়ে উঠেছে পুরো আসিফ আকবরময়। লাখ লাখ ভক্ত বিভিন্ন ইভেন্ট ও নানা কর্মসূচিও হাতে নিচ্ছে প্রতিনিয়ত। যা রীতিমতো বিস্ময়কর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads