• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
সিডি চয়েসের ঈদ আয়োজন

কণ্ঠশিল্পী তাহসান, কনা এবং ইমরান

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

সিডি চয়েসের ঈদ আয়োজন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ জুন ২০১৮

ঈদুল ফিতর উপলক্ষে প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে থাকছে বিভিন্ন নাটক ও গান। উল্লেখযোগ্য কিছু আয়োজনের খবর তুলে ধরা হলো—

জুলফিকার রাসেলের কথা ও সাজিদ সরকারের সুর ও সঙ্গীতে থাকছে গান ‘শেষ দিন’। কণ্ঠ দিয়েছেন তাহসান খান ও টিনা মুস্তারী। ‘মনটা নরম করো না’ শিরোনামের গান নিয়ে হাজির হবেন আসিফ আকবর। গানের কথা লিখেছেন স্নেহাশীষ ঘোষ। মিলনের সুরে সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। ফয়সাল রাব্বিকিনের কথা ও ইমরানের সুর-সঙ্গীতে ‘কী ইশারায়’ শিরোনামের ডুয়েট গানটি পাওয়া যাবে ইউটিউবে। এ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। এদিকে, কাজী শুভর ‘কী যে ভালো লাগে’ শিরোনামের গানটি মুক্তি পাচ্ছে সিডি চয়েসের ইউটিউব চ্যানেলে। গানটির কথা লিখেছেন জাহিদ আকবর। সুর করেছেন কাজী শুভ। সঙ্গীতায়োজনে ছিলেন রাফি। এ ছাড়া বিভিন্ন শিল্পীর গাওয়া প্রায় ১০টি গান থাকছে শ্রোতাদের জন্য।

অডিও গানের পাশাপাশি প্রায় ৬টি মিউজিক ভিডিও নিয়ে আসছে সিডি চয়েস। এগুলোর মধ্যে রয়েছে— তাহসান খান ও টিনা মুস্তারীর ‘শেষ দিন’। তানজিব সারোয়ার ও মৌটুসির ‘অবেলায়’। মুক্তা বিশ্বাসের ‘মনের দাবিদার’ ইত্যাদি।

দর্শকের চাহিদা মাথায় রেখে মেহেদী হাসান জনির ‘গল্পটা রোমিও জুলিয়েটের নয়’, তপু খানের ‘নীল আবরণ’, সকাল আহমেদের ‘প্রস্থান’, বিইউ শুভর ‘লাভ বার্ড’সহ আরো বেশ কয়েকটি নাটক প্রকাশ করবে সিডি চয়েস।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads