• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বিশেষ নাটকের আয়োজন

ফ্যাট ম্যান-নাটকের একটি দৃশ্য

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

বিশেষ নাটকের আয়োজন

  • প্রকাশিত ১৪ জুন ২০১৮

ঈদ উপলক্ষে বর্ণিল অনুষ্ঠানমালার পসরা সাজিয়েছে টেলিভিশন চ্যানেলগুলো। বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে একাধিক বিশেষ নাটক প্রচার করবে চ্যানেলগুলো। উল্লেখযোগ্য কিছু নাটকের আদ্যপান্ত জানাচ্ছেন আল কাছির

ব্যাক টু ব্যাচেলর

ঈদের জাহিদ হাসান মানেই বিশেষ আকর্ষণ। সেই ধারাবাহিকতায় এবারো থাকছে বিশেষ নাটক ‘ব্যাক টু ব্যাচেলর’। প্রচারিত হবে ঈদের দিন রাত ৯টা ৫ মিনিটে বাংলাভিশনে। জাকির হোসেন উজ্জ্বলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন তাইফুর জাহান আশিক। স্বামী রোহান এবং স্ত্রী সামারার বিভিন্ন খুনসুটি নিয়ে নির্মিত এ নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— জাহিদ হাসান, নাদিয়া আহমেদ, মাহমুদুল ইসলাম মিঠু, বাপ্পী আশরাফ প্রমুখ।

ফ্যাট ম্যান

সাত পর্বের বিশেষ ধারাবাহিক নাটক ‘ফ্যাট ম্যান’। ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বাংলাভিশনে প্রচারিত হবে এটি। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাগর জাহান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— মোশাররফ করিম, সাবিলা নূর, নওশাবা, শানারেই দেবী শানু, ফারুক আহমেদ, আরফান আহমেদ, আ খ ম হাসান, হারুন, জয়নাল জ্যাক প্রমুখ।

যমজ-৯

সিরিজ নাটক ‘যমজ’। সিরিজে প্রতিবারই ভিন্ন গল্প নিয়ে হাজির হন বাবা ও দুই ছেলে। বাবা ও দুই ছেলের চরিত্রেই অভিনয় করে আসছেন মোশাররফ করিম। এবার ঈদে থাকছে ‘যমজ ৯’। অনিমেষ আইচের রচনা ও আজাদ কালামের পরিচালনায় এতে অভিনয় করেছেন— মোশাররফ করিম, এ্যানি খান, মনিরা মিঠু, রুমী প্রমুখ। ঈদের তৃতীয় দিন রাত ৮টা ৩৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হবে নাটকটি।

গুলজার

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে নিয়ে পূর্বের ধারাবাহিকতা বজায় রেখে এবারো আরটিভির পর্দায় প্রচার হবে ‘মোশাররফ উৎসব’। ৭ দিনব্যাপী মোশাররফ উৎসব প্রচার হবে ঈদের দিন থেকে ৭ম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭টা ১০ মিনিটে। ঈদের দিন প্রচার হবে ‘গুলজার’। আশরাফুল চঞ্চলের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আলমগীর রুম্মান। এ নাটকটিতে জুটিবদ্ধ হয়েছেন মোশাররফ করিম ও ফারহানা মিলি।

ফেসবুকে বিবাহ

ঈদ অনুষ্ঠানমালায় ১৩টি বিশেষ নাটক প্রচার করবে চ্যানেল আই। ‘ফেসবুকে বিবাহ’ নাটকটি প্রচারিত হবে ঈদের আগের দিন রাত ৯টা ৩৫ মিনিটে। কাজী শাহিদুল ইসলামের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু। বিশেষ এ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— নিলয়, মৌসুমী হামিদ, শর্মীমালা, জেবা অনিকা, লুৎফুর রহমান জর্জ, তমালিকা কর্মকার প্রমুখ।

জোর জব্বর

ঈদের বিশেষ নাটক ‘জোর জব্বর’। সৌরভ সাফওয়ানের রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন সৌরভ সাফওয়ান ও হেলাল উদ্দিন ফারহান। ইনসাইট ক্রিয়েশন প্রযোজিত এ নাটকটি প্রচারিত হবে ৫ম দিন বিকাল ৪টা ৫০ মিনিটে এশিয়ান টিভিতে। ফারহান আহমেদ জোভান ও তাসনুভা তিশা ছাড়াও নাটকটিতে আরো অভিনয় করেছেন মারজুক রাসেল, রেজাউল আমিন সুজন, মো. মাসুম, ওয়াসিম এমদাদ, বিটলু শামীম, মাহাতাব হামীম, লিমা আক্তার।

পাঁচ শালি মাশাল্লাহ

১০ পর্বের ধারাবাহিক নাটক ‘পাঁচ শালি মাশাল্লাহ’। প্রচারিত হবে ঈদের দিন থেকে দশম দিন পর্যন্ত প্রতিদিন রাত ৭ টা ৩০ মিনিটে এটিএন বাংলায়। রশীদ ইকবাল ও শ্যামল ভাদুড়ীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন জুয়েল মাহমুদ। এতে বিভিন্ন চরিত্রে অভিনয়ে আল মনসুর, ইলোরা গহর, সজল, স্নিগ্ধা মোমিন, জেনী, সবুজ রহমান, কাজল সুবর্ণ, সুজাত শিমুল, সিফাত, আঁখি, ম আ সালাম প্রমুখ।

বিয়ের শাড়ি

এবারের ঈদের ৭ দিনব্যাপী বর্ণিল অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশ টিভি। আয়োজনে ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে প্রচারিত হবে ঈদের বিশেষ নাটক ‘বিয়ের শাড়ি’। ফারিয়া হোসেনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। বিশেষ এ নাটকটিতে জুটিবদ্ধ হয়েছেন আনিসুর রহমান মিলন ও জাকিয়া বারী মম।

প্রত্যাশার চাঁদ রাত

‘প্রত্যাশার চাঁদ রাত’ নাটকটি প্রচারিত হবে বৈশাখী টেলিভিশনে। ঈদের আগের দিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচারিত হবে বিশেষ এ নাটকটি। ফারিয়া হোসেনের রচনায় পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। নাটকের পলাশ চরিত্রে অভিনয় করেছেন সজল এবং মায়া চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। নাটকের বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads