• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বাস্তববাদী গল্পে কাজ করতে চাই

মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়া

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

বাস্তববাদী গল্পে কাজ করতে চাই

  • প্রকাশিত ৩০ জুন ২০১৮

আলোচিত মডেল-অভিনেত্রী সালহা খানম নাদিয়া। বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু হলেও বর্তমানে নাটক, শর্টফিল্ম ও মিউজিক ভিডিওতে নিয়মিত কাজ করছেন। আজ রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে নাদিয়া অভিনীত নাটক ‘গেমারু’। নাটক ও বিভিন্ন বিষয়ে তার সঙ্গে কথা বলেছেন রুহুল আমিন ভূঁইয়া

গেমারু প্রসঙ্গে—

খুবই চমৎকার একটি গল্প। নাটকটিতে আমার বিপরীতে রয়েছেন ইরফান সাজ্জাদ। মিজানুর রহমান বেলালের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাহেল সুমন। গল্পে দেখা যাবে, সজল মা-বাবার একমাত্র সন্তান। পাশাপাশি সে যথেষ্ট শান্ত এবং বিনয়ী। বাবা-মায়ের কথায় তাদের পছন্দের পাত্রী দেখতে যায়। ঊর্মি নামের মেয়েকে দেখতে গিয়ে সে ফাঁদে পড়ে। ব্লু-হোয়েল গেমের মতো চ্যালেঞ্জ দেয়। সেটা অতিক্রম করতে পারলেই ঊর্মি সজলকে বিয়ে করবে। একপর্যায়ে ঘটে লোমহর্ষক ঘটনা।

স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রসঙ্গে—

অনেক গল্পই পাচ্ছি। তবে ভালো গল্প ছাড়া কাজ করতে চাই না। বেছে কাজ করতে চাই। আমার পছন্দের গল্প ও আমি যে চরিত্রে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি, সে রকম গল্প পেলে অবশ্যই কাজ করব। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করে দর্শকসাড়া বেশি পাই। সবসময় এই প্ল্যাটফর্মে সরব থাকতে চাই। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গল্প ও কাহিনী পুরোপুরি আলাদা থাকে। সেজন্য এ ধরনের চলচ্চিত্রে আমাকে বেশি দেখা যায়।

বড়পর্দায় দেখা যাবে?

সব অভিনয় শিল্পীরই ইচ্ছা থাকে চলচ্চিত্রে কাজ করার। আমারও ইচ্ছা আছে। চলচ্চিত্রে কাজ করতে চাই। তবে এখনো আমার পছন্দের চরিত্র পাইনি। তাই কাজ করা হচ্ছে না। সবকিছু মিলে গেলে চলচ্চিত্রেও দেখা যাবে আমাকে।

কী ধরনের চলচ্চিত্রে অভিনয় করতে চান?

বাস্তববাদী গল্পে কাজ করতে চাই। কমার্শিয়াল ছবি অবশ্যই করব। সামাজিক গল্পের ছবিতেও কাজ করতে চাই। যে গল্পের ছবি পরিবার নিয়ে দেখা যায়। সম্প্রতি যে ছবির জন্য মানুষ হলমুখী হয়েছে, এ ধরনের গল্পে কাজ করতে চাই।

ফুটবলে আপনি কোন দলের সাপোর্টার?

আর্জেন্টিনা, জার্মানি ও পর্তুগাল। আমি এই তিন দলকে সাপোর্ট করছি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads