• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শ্রদ্ধা-ভালোবাসায় রানীকে বিদায় জানালো বিএফডিসি

শ্রদ্ধা ও ভালোবাসায় চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকারকে চির বিদায়

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

শ্রদ্ধা-ভালোবাসায় রানীকে বিদায় জানালো বিএফডিসি

  • প্রকাশিত ০৭ জুলাই ২০১৮

শ্রদ্ধা ও ভালোবাসায় চলচ্চিত্র অভিনেত্রী রানী সরকারকে চির বিদায় জানালেন শিল্পী, কলাকুশলীসহ তার দীর্ঘদিনের সহকর্মীরা। শ্রদ্ধা জানানো শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। অভিনেত্রী রানী সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন-বিএফডিসিতে তার মরদেহ আনা হয়। এসময় চলচ্চিত্র শিল্প সমিতির পক্ষ থেকে ফুল দিয়ে বরেণ্য এই অভিনেত্রীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। পরে, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু রানী সরকারের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে সেখানে জানাজা সম্পন্ন হয়।

শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অভিনেত্রী রানী সরকারের। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। ১৯৫৮ সালে ‘বঙ্গের বর্গী’ নামক মঞ্চ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে অভিনয় জীবন শুরু হয় গুনী এই শিল্পীর। পরবর্তীতে চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন রানী সরকার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads