• বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪২৯
শেষ করলেন প্রিয়াঙ্কা

অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার

ছবি : ইন্টারনেট

আনন্দ বিনোদন

শেষ করলেন প্রিয়াঙ্কা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৬ জুলাই ২০১৮

কলকাতার পরিচিত অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। রাজ চক্রবর্তীর ‘চিরদিনই তুমি যে আমার’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান তিনি। প্রথমবারের মতো বাংলাদেশের ছবিতে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা। রফিক শিকদার পরিচালিত ‘হূদয় জুড়ে’ ছবিতে বাংলাদেশের চিত্রনায়ক নিরবের বিপরীতে দেখা যাবে তাকে।

গেল বছর মার্চে শুরু হয়েছিল ছবির চিত্রায়ণ। টানা বাংলাদেশে চিত্রায়ণ শেষে কলকাতা ফিরে যান প্রিয়াঙ্কা। যাওয়ার পর আর আসেননি তিনি। প্রিয়াঙ্কা সে সময় ফেসবুকে স্ট্যাটাসে জানিয়েছেন না আসার কারণ। তিনি লিখেছিলেন, ‘ছবির পরিচালক আমার সঙ্গে কাজের বাইরে অন্যান্য বিষয় নিয়ে গল্প করতে চাইতেন। সময়ে-অসময়ে নানা রকম মেসেজ করতেন। এক সময় তিনি আমাকে বিয়ের প্রস্তাব দেন।’

পরিচালক রফিক শিকদার অবশ্যই ঘটনা অস্বীকার করেননি। তার দাবি, প্রিয়াঙ্কাকে ভেবেই এ ছবির গল্পটি লিখেছিলেন তিনি। সরল মনে তিনি প্রিয়াঙ্কাকে ভালোবেসে ফেলেন। রফিক শিকদার মনে করেন, ভালোবাসা কোনো অন্যায় নয়। তাকে যে ভালোবেসেছেন, সে কথা জানিয়েছেন। কিন্তু ভালোবাসার জন্য চাপ দেননি।

পরিচালক-নায়িকার দ্বন্দ্বে আটকে যায় ছবির কাজ। কোনোভাবেই শিডিউল দিচ্ছিলেন না প্রিয়াঙ্কা। অনেক দেন দরবার শেষে তিনি শিডিউল দিয়েছেন শর্ত সাপেক্ষে। শর্ত হলো— পরিচালক রফিক শিকদার সেটে থাকতে পারবেন না।

বাধ্য হয়ে নায়িকার দেওয়া সিদ্ধান্ত মেনে নেন রফিক শিকদার। ঢাকা থেকে ইউনিট চলে যায় কলকাতায়। বিভিন্ন লোকেশেন চিত্রায়ণ হয় ছবিটির। গত ১১ থেকে ১৪ জুলাই চিত্রায়ণে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা। কার নির্দেশনায় কলকাতায় চিত্রায়ণ হয়েছে? এমন প্রশ্নের জবাবে রফিক শিকদার বলেন, ‘আমার সহকারী এই অংশের কাজ করেছে। পরিচালক হিসেবে আমি তাকে সবকিছু বুঝিয়ে দিয়েছি। পুরো শুটিং আমার নির্দেশনামতোই হয়েছে।’

তবে সেটে রফিক শিকদারের সহকারী ছাড়া আরো একজন পরিচালক ছিলেন বলে জানা গেছে। এমনকি কিছু দৃশ্যের নির্দেশনা তিনিও দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads