• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বিভ্রান্তির কিছু নেই

প্রযোজক সেলিম খান

সংরক্ষিত ছবি

আনন্দ বিনোদন

‘ক্যাপ্টেন খান’ সম্পর্কে সেলিম খান

বিভ্রান্তির কিছু নেই

  • আল কাছির
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

শাকিব-বুবলী অভিনীত ছবি ‘ক্যাপ্টেন খান’। ছবিটি পরিচালনা করেছেন ওয়াজেদ আলী সুমন। চলতি বছরের মার্চে এফডিসিতে হয়েছিল ছবির মহরত। মহরতের পরই এফডিসির নয় নম্বর ফ্লোরে চিত্রায়ণ শুরু হয়েছিল ছবিটির। সেসময় বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রচার হয়েছিল— ছবিটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। নতুন খবর হচ্ছে, বদলে গেছে ছবির প্রযোজক। দেশের বিভিন্ন গণমাধ্যম ও বিভিন্ন সিনেমা হলের সামনে লাগানো ব্যানার থেকে এমনটাই জানা গেছে।

বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে লেখা হয়েছে— সেন্সর বোর্ডে জমা পড়ার পর দেখা যায়, ‘ক্যাপ্টেন খান’ চলচ্চিত্রের প্রযোজক হিসেবে লেখা হয়েছে শান্ত খানের নাম। আর প্রযোজনা প্রতিষ্ঠানের নাম লেখা হয়েছে শান্ত এন্টারপ্রাইজ। কিন্তু এতদিন সবাই ছবিটিকে শাপলা মিডিয়া প্রযোজিত ছবি হিসেবেই জানত।

এ ব্যাপারে জানতে চাইলে গতকাল (রোববার) দীর্ঘ আলাপে সেলিম খান বাংলাদেশের খবরকে বলেন, ‘বিভ্রান্তির কিছু নেই। শান্ত খান আমার বড় ছেলে। শান্ত এন্টারপ্রাইজ তারই প্রতিষ্ঠান।’ শুরু থেকে সবাই জানত এটা আপনার ছবি— উত্তরে সেলিম খান বলেন, ‘এটা আমার ছেলেকে দিয়েছি। এটা চমকের জন্য রেখেছি। পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও এফডিসিসহ যত জায়গায় এই ছবির নাম এন্ট্রি করেছি সব জায়গায় শান্ত খানের নামই আছে।’

ঈদে ১৫০ থেকে ২০০ হলে মুক্তির পরিকল্পনা নিয়ে কাজ করছেন সেলিম খান। তিনি আরো জানান, এই ছবির প্রযোজক শান্ত খান। প্রযোজনা প্রতিষ্ঠান শান্ত এন্টারপ্রাইজ। ছবির পরিবেশক শাপলা মিডিয়া। বিগ বাজেটের এ ছবিটি আজ সোমবার সেন্সরে জমা দেবেন বলে জানিয়েছেন তিনি।

কলকাতায় ছবির সম্পাদনা চলছে- গণমাধ্যমে প্রকাশিত এমন সংবাদ সম্পর্কে তিনি বলেন, ‘কলকাতায় আমার ছবির কোনো কাজ হয় না। কোনো সম্পাদনার কাজও কলকাতায় আমি করি না। এটা বাজে কথা। আমার ছবির কাজ চলছে মগবাজারে। মগবাজারে ছবির সম্পাদনার কাজ চলছে। সম্পাদনা করেছে তৌহিদ। যারা লিখেছে সম্পাদনা হচ্ছে কলকাতায়, তারা হাস্যকর সংবাদ প্রচার করছে। এখনো (গতকাল) কাজ চলছে। আগামীকাল (সোমবার) আমরা ছবিটি সেন্সরে জমা দেব।’

‘ক্যাপ্টেন খান’ ছবিতে শাকিব ও বুবলী ছাড়া আরো অভিনয় করছেন কলকাতার পায়েল, সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads