• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

সেরা বাংলাবিদ বস্মিতা সাহা

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৭ অক্টোবর ২০১৮

‘ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ’ সেরা হয়েছেন চট্টগ্রামের মেয়ে দেবস্মিতা সাহা। প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছেন ঢাকার কারিন আশরাফ ঈন এবং তৃতীয় স্থান অধিকার করেছেন রংপুরের সাদিয়া অফরোজ অন্তু। সেরা বাংলাবিদ পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ লাখ টাকা, দ্বিতীয় স্থান অর্জনকারী পেয়েছেন ৩ লাখ টাকা এবং তৃতীয় স্থান অর্জনকারী পেয়েছেন ২ লাখ টাকার মেধাবৃত্তি। এ ছাড়া সেরা বাংলাবিদ, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীসহ প্রতিযোগিতার দশম স্থান অধিকারী সবাই পেয়েছেন ব্যক্তিগত গ্রন্থাগার সাজানোর জন্য বই, আলমারি এবং ল্যাপটপ।

শুক্রবার রাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর। এ সময় উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক মুকিত মজুমদার বাবু, ইস্পাহানি লিমিটেডের পরিচালক জাহিদা ইস্পাহানি এবং মির্জা আহমেদ ইস্পাহানি, প্রতিযোগিতার তিন বিচারক অধ্যাপক ড. সৌমিত্র শেখর, কথাশিল্পী আনিসুল হক, অভিনেত্রী ত্রপা মজুমদার।

সারা দেশের অংশগ্রহণ করা প্রায় ৫৩ হাজার প্রতিযোগ থেকে মূল পর্বের জন্য বিভিন্ন যাচাই-বাচাই শেষে নির্বাচিত হয় ৮০ জন প্রতিযোগী। মেধা যাচাইয়ের বিভিন্ন ধাপ পার হয়ে মহোৎসবের আসরের জন্য ৬ জন প্রতিযোগী নির্বাচিত হন। চূড়ান্ত পর্বের অন্যান্য প্রতিযোগিরা হলেন এহসানুল কাদির শান্ত (খুলনা), ধ্রুব মণ্ডল (বরিশাল) এবং আফিয়া ইবনাত শুচি (রংপুর)।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads