• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘কয়েকশ চশমা পরেছি’

অভিনেতা চঞ্চল চৌধুরী

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

‘কয়েকশ চশমা পরেছি’

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ অক্টোবর ২০১৮

‘দেবী’ চলচ্চিত্রের অন্যতম চরিত্র মিসির আলী রূপায়ণ করেছেন চঞ্চল চৌধুরী। এ চরিত্রে অভিনয় করতে গিয়ে কয়েকশ চশমা পরতে হয়েছে বলে জানান এ অভিনেতা। চঞ্চল শুটিংয়ের প্রস্তুতির কথা প্রসঙ্গে বলেন, এ চরিত্রটি নিয়ে মনে হয় হাজার বার ট্রায়াল দিতে হয়েছে। কয়েকশ চশমা পরতে হয়েছে। কোন ড্রেস পরব, কীভাবে হাঁটব, কথা বলব- এগুলো নিয়ে দিনের পর দিন খাটতে হয়েছে। এর আগে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে ছয়টা চরিত্র করতে হয়েছে। নাটকে শত শত চরিত্রে অভিনয় করেছি, তাই চেষ্টা করেছি যেন মিসির আলী কারো সঙ্গে মিলে না যায়।

নিজের চুলও নাকি কিছু খোয়া গেছে বলে জানালেন এ অভিনেতা। তিনি বলেন, চুল প্রায় নষ্ট হয়ে গেছে। কারণ এখানে সব কিছু সত্যিকারের করতে চেয়েছি। এ জন্য চুলে রঙও করতে হয়েছে। আর একটা কথা, মিসির আলী সম্পর্কে পাঠকরা প্রায় সবাই জানেন। তাদের ইমেজের সঙ্গে আমার উপস্থিতির তুলনা হবে। তাই এই জায়গায় একটু টেনশন ছিল। আর এ কারণে ডাবিংও দুইবার করেছি। প্রথমবারেরটি ঠিক মিসির আলীর মতো মনে হয়নি।

‘দেবী’ জয়া আহসানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’র প্রথম সৃষ্টি। এর মাধ্যমে প্রথমবারের মতো পরিচালনা করছেন অনম বিশ্বাস। পাশাপাশি চলচ্চিত্রটির মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হচ্ছে শবনম ফারিয়ার।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads