• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
নাটকের ‘দেবী’ মেহজাবিন

মেহজাবিন

আনন্দ বিনোদন

নাটকের ‘দেবী’ মেহজাবিন

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ অক্টোবর ২০১৮

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৯ অক্টোবর রাত ৯টায় এটিএন বাংলায় প্রচার হবে বিশেষ নাটক ‘দেবী’। প্রীতি দত্তর রচনায় নাটকটি পরিচালনা করেছেন বিশ্বজিৎ দত্ত ও প্রীতি দত্ত। অভিনয় করেছেন এস এন জনি, মেহজাবিন চৌধুরী, মানস বন্দ্যোপাধ্যায়, করভী মিজান প্রমুখ।

পূজা উপলক্ষে দীর্ঘদিন পর কাউকে কিছু না জানিয়ে আমেরিকা থেকে দেশে ফিরছে জয়ন্ত। দরজা খুলে জয়ন্তকে দেখে অবাক সবাই। মায়ের মাথায় বুদ্ধি এলো পূজার পরই জয়ন্তকে বিয়ে দেবে। শুরু হলো মেয়ের খোঁজ। একদিন খুব সকালে জয়ন্তের ঘুম ভাঙল মিষ্টি কণ্ঠের গান শুনে। কে যেন গাইছে ‘মমতাময়ী মা শারদা লহ অঞ্জলি লহ প্রণাম’। গানের শব্দ শুনে এগিয়ে যায় জয়ন্ত। ছাদে গিয়ে দেখে ঠাকুরের সামনে স্নিগ্ধ সাজে একটি মেয়ে পূজা দিচ্ছে আর গান গাইছে। রাতে আবার চুপিচুপি ছাদে ওঠে মেয়েটিকে দেখার জন্য। মেয়েটি তাকে দেখেও না দেখার ভান করে জানালায় পর্দা টেনে দিয়ে জানালার পাশে দাঁড়িয়ে থাকে। জয়ন্ত বুঝতে পেরে শুধু নামটা জানতে চায়, মেয়েটি মৃদু স্বরে উত্তর দেয় ‘দেবী’।

একদিন সিঁড়িতে দেবীর পথ আটকায় জয়ন্ত। জানতে চায় মেয়েটিও জয়ন্তকে ভালোবাসে কিন্তু সাড়া দিচ্ছে না কেন? তখন দেবী জানায়, তারা লোয়ার কাস্টের। এই প্রেম কোনো দিন জয়ন্তর বাবা-মা মেনে নেবে না। তাই সে বারবার পিছিয়ে যায়। এরপর অনেক নাটকীয়তার পর জয়ন্তর বাবা দেবীকে খুঁজে পায়। বিজয়া দশমীর দিন দেবীকে সসম্মানে বাসায় নিয়ে আসে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads