• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯
আইয়ুব বাচ্চু আর নেই

ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

আইয়ুব বাচ্চু আর নেই

  • জিয়াউল জিয়া
  • প্রকাশিত ১৮ অক্টোবর ২০১৮

দেশবরেণ্য ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চু আর নেই। ইন্ননিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সকালে নিজ বাসায় অসুস্থ্য হয়ে পড়েন তিনি। এরপর স্কয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গুণী এই শিল্পী শ্রোতা-ভক্তদের কাছে ‘এবি’ নামেও পরিচিত। রক ঘরানার গান করলেও আধুনিক, শাস্ত্রীয় সংগীত আর লোকগীতি দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ১৯৮৬ সালে প্রকাশিত ‘রক্তগোলাপ’ হলো আইয়ুব বাচ্চুর প্রথম প্রকাশিত একক অ্যালবাম। তার সাফল্যের শুরুটা হয় দ্বিতীয় একক অ্যালবাম ‘ময়না’র (১৯৮৮) মাধ্যমে।

শিল্পী আইয়ুব বাচ্চু এক ছেলে,এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন ও শুভাকাংখী এবং অগণিত ভক্ত রেখে গেছেন। তার ছেলে ও মেয়ে দুজনেই কানাডায় পড়াশোনা করছেন। তারা কানাডা থেকে আগামীকাল দেশে ফিরবেন। তারপর শিল্পীর নামাজে জানাজা ও দাফনের বিষয়ে সিদ্ধান্ত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। হাসপাতালে শিল্পীর স্ত্রী ও এক ভাই রয়েছেন। তারা জানান, শিল্পীর মরদেহ স্কয়ার হাসপাতালের হিমঘরে রাখা হবে।

শিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যু সংবাদ রাজধানীসহ দ্রুত সারাদেশে ছড়িয়ে পড়লে সর্বত্র শোকের ছায়া নেমে আসে। স্কয়ার হাসপাতালে শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে তার বন্ধুরা, সংস্কৃতি জগতের ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্তরা ছুটে যান।

আইয়ুব বাচ্চু ১৯৬২ সালের ১৬ আগষ্ট চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজারে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রাম সরকারী মুসলিম হাই স্কুল এবং চট্টগ্রাম কলেজে অধ্যয়ন করেন।

তিনি একাধারে গায়ক, লিডগিটারিষ্ট, গীতিকার, সুরকার, প্লেব্যাক শিল্পী। তিনি ব্যান্ডদল এলআরবি’র প্রতিষ্ঠাতা। এ দলের লিডগিটারিষ্ট ও ভোকাল। দেশ স্বাধীনের পর তিনি সোলস ব্যান্ডদলের সঙ্গে লিড গিটারিষ্ট হিসেবে যুক্ত ছিলেন। সংগীত জগতে তার যাত্রা শুরু ১৯৭৮ সালে গানের দল ‘ ফিলিংস’এর মাধ্যমে। তার ডাক নাম রবিন। মূলত: রক ঘরানার শিল্পী হলেও আধুসিক গান, ক্লাসিকেল এবং লোক সংগীতেও পারদর্শী ছিলেন। তার কন্ঠ দেয়া প্রথম গান হচ্ছে ‘হারানো বিকেলের গল্প’। ১৯৮০ থেকে গান করেন সোলস’এ। ১৯৯১ সালে গঠন করেন ব্যান্ডদল ‘এলআরবি’। তার প্রথম একক এ্যালবাম ‘ রক্ত গোলাপ ’ ১৯৮৬ সালে প্রকাশ পায়। সেই থেকে তার ১২টি ব্যান্ড এ্যালবাম ও ১৬টি একক এ্যালবাম প্রকাশ পায়।

শিল্পী আইয়ুব বাচ্চুর জনপ্রিয় কয়েকটি গান হচ্ছে , চলো বদলে যাই, রুপালী গিটার, হাসতে দেখে গাইতে দেখে, ঘুম ভাঙ্গা শহরে, দরোজার ওপাশে, ফেরারী, মেয়ে তুমি দু:খ বুঝনা কেন, কষ্ট পেতে ভালবাসি, কেউ সুখী নয়, বেলা শেষে ফিরে এসে, এক আকাশের তারা, অবাক হৃদয়, আমিও মানুষ, কষ্ট কাকে বলে, অনন্ত প্রেম তুমি দাও আমাকে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads