• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শিল্পকলায় গাইলেন পার্বতী বাউল

গাইছেন পার্বতী বাউল

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

শিল্পকলায় গাইলেন পার্বতী বাউল

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৯ অক্টোবর ২০১৮

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সঙ্গীতানুষ্ঠান ‘কীরূপ দেখি নয়ন মুদি’। অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী পার্বতী বাউল। আয়োজনের শুরুতে শিল্পীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উপমহাদেশের একজন প্রখ্যাত বাউল সঙ্গীতশিল্পী পার্বতী বাউল। বাউল গানের তত্ত্ব কথাগুলো তিনি তার সাধক শিষ্যদের কাছে গানের সঙ্গে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেন। বাউল সাধিকা ফুলমালি দাসী, সনাতন দাস বাউল, শশাঙ্ক গোসাঁইয়ের কাছ থেকে তিনি বাউল দীক্ষা গ্রহণ করেন। শৈশবে পার্বতী বাউলের নাম ছিল মৌসুমী পারিয়াল। দেশ ভাগের আগে তার পূর্বপুরুষদের বাস ছিল বাংলাদেশের রাউজানের পশ্চিম গুজরার গ্রামে। তার বাবা বীরেন্দ্রনাথ পারিয়াল, মা সন্ধ্যা চক্রবর্তী।

শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ভিজ্যুয়াল আর্টে শিক্ষাগ্রহণ করেন পার্বতী। গানের শিক্ষা নেন হিন্দুস্থান ক্লাসিক মিউজিক থেকে এবং কত্থক নাচের শিক্ষা গ্রহণ করেন শ্রীলেখা মুখার্জির কাছ থেকে। গানের সঙ্গী হিসেবে বেছে নেন একতারা, ডুপকি ও নূপুর। ১৯৯৫ সাল থেকে অনুষ্ঠানে গান গাওয়া শুরু করেন তিনি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads