• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

হুমায়ূন মেলা অনুষ্ঠিত

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

বাংলা সাহিত্যের কিংবদন্তি কথাসাহিত্যিক, বাংলা চলচ্চিত্র, টেলিভিশন নাটকের নন্দিত নির্মাতা হুমায়ূন আহমেদের ৭০তম জন্মবার্ষিকী পালিত হলো গতকাল ১৩ নভেম্বর। চ্যানেল আই প্রাঙ্গণে সপ্তমবারের মতো হুমায়ূন আহমেদ স্মরণে ‘হুমায়ূন মেলা’ আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন অঙ্গনের হুমায়ূনভক্ত ও বিশিষ্টজনরা।

উন্মুক্ত মঞ্চ থেকে পরিবেশিত হয় হুমায়ূন আহমেদের লেখা গান। গান পরিবেশন করেন ফকির আলমগীর, রফিকুল আলম, আকরামুল হক, চন্দনা মজুমদার, কিরণ চন্দ্র রায়, আগুন, সেলিম চৌধুরী, সেরাকণ্ঠ, ক্ষুদে গানরাজ ও বাংলার গানের শিল্পীরা। হুমায়ূন আহমেদ স্মরণে স্মৃতিকথা বলেন স্কয়ার গ্রুপের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী পিন্টু, চলচ্চিত্র প্রযোজক একেএম জাহাঙ্গীর খান, প্রফেসর নূরজাহান সরকারসহ উপস্থিত বিশিষ্টজনরা।

অনুষ্ঠানে হিমু ও রূপারা কেক কেটে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপন করেন। গান ছাড়াও অনুষ্ঠানে পরিবেশিত হয় নৃত্য, ছিল হুমায়ূন আহমেদের বইয়ের স্টলসহ অন্যান্য সামগ্রীর স্টল এবং শিশুদের ছবি আঁকার পর্ব।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads