• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

দুই চলচ্চিত্র নিয়ে শিলিগুড়িতে শারীফ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

ভারতের শিলিগুড়ির ষষ্ঠ আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র প্রতিযোগিতায় নির্বাচিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শারীফ অনির্বাণের দুটি চলচ্চিত্র। ‘ইনভেস্টমেন্ট’ ও ‘সোনার বাংলা’ শিরোনামের চলচ্চিত্র দুটি নির্বাচিত এবং প্রদর্শিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য ক্যাটাগরিতে।

শিলিগুড়ি সিনে সোসাইটির আয়োজনে চার দিনব্যাপী এ উৎসবে ভারতসহ সারা বিশ্ব থেকে জমা পড়ে ২০৫টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ও তথ্যচিত্র। এগুলো থেকে প্রদর্শনীর জন্য নির্বাচন করা হয় ৬৬টি চলচ্চিত্র। ৬৬টি চলচ্চিত্রের মধ্যে সেরা ২৬টি বিদেশি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়েছে উৎসবের দ্বীনবন্ধু মঞ্চে।

নির্মাতা শারীফ অনির্বাণ জানান, ‘ইনভেস্টমেন্ট’ ছবিটি নির্মিত হয়েছে একজন রিকশাচালক বাবার গল্প নিয়ে। যিনি সারাদিনের উপার্জন তার বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলের হাতে তুলে দেন। কারণ, ছেলে একদিন প্রতিষ্ঠিত হলে বাবার স্বপ্ন পূরণ হবে। অন্যদিকে, এক মিনিট দৈর্ঘ্যের ‘সোনার বাংলা’ ছবিটি নির্মিত হয়েছে কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য গণতন্ত্রের সঠিক চর্চা ও জনপ্রতিনিধিদের কাছে জনগণের প্রত্যাশার গল্প নিয়ে।

শারীফ আরো জানান, এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, এমআইএসটি ফিল্ম সোসাইটি এবং মিসরের একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছে ‘ইনভেস্টমেন্ট’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads