• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

নাটক অ্যাপস ২০১৫

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০১৯

জন্ম, মৃত্যু, বিয়ের মতো সত্য, পাপ, পুণ্য- এই তিনটিও মানবজীবনে চিরভাস্বর। মানবের পাপ-পুণ্যের কর্মের ওপর ভিত্তি করে ধাবিত হয় মানবজন্ম। লোভ ও ক্ষোভ এই দুটি রিপু মানুষের মনে বাসনা ও কামনা জাগ্রত করে। সেই অতি কামনা ও বাসনা চরিতার্থে মানুষ পশুত্বে রূপ নেয়। লোপ পায় বিবেক ও মননশীলতার। ভুলে যায় সব মানবতা। কিন্তু মানবজীবনের কিছু মুহূর্ত আমার, তার ও আমির দ্বারপ্রান্তে এসে স্থির হয় আর মনে করিয়ে দেয়, দেখিয়ে দেয় অতীত কর্মের আয়না। সেই আয়নায় নিজের নোংরা অতীত দেখে অনেকে আঁতকে ওঠেন এবং যে কোনো উপায়ে মুছে ফেলতে চায় সেই নোংরা অধ্যায় কিন্তু তখন আর উপায় থাকে না। এমনই এক উপলব্ধিমূলক গল্প নিয়ে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘অ্যাপস ২০১৫’।

আহসান হাবীব সকালের রচনায় এবং নাহার মাল্টিমিডিয়ার প্রযোজনায় নাটকটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। নাটকটিতে অভিনয় করেছেন এস এন জনি, ঊর্মিলা, স্বর্ণা, অর্ণব অন্তু, আশরাফুল আলম সোহাগ ও শিশুশিল্পী জুঁইসহ আরো অনেকে।

নাটক সম্পর্কে গল্পের লেখক আহসান হাবীব সকাল বলেন, ‘গতানুগতিক ধারার বাইরের একটি গল্প এটি। আর এতে চরিত্র বিন্যাশও ব্যতিক্রম। এই সময়ে যে ধরনের একঘেয়েমি গল্পের নাটক নির্মাণ হচ্ছে, এই গল্পটি সম্পূর্ণ তার বাইরে। আশা রাখি আমার দর্শক নিরাশ হবেন না।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads