• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা

কুমেল নানজিনি ও ট্রেসি এলিস রস এবারের মনোনয়নের ঘোষণা দেন

সংগৃহীত ছবি

আনন্দ বিনোদন

অস্কারের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০১৯

৯১তম একাডেমি অ্যাওয়ার্ডের চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। অভিনেতা কুমেল নানজিনি এবং প্রযোজক, পরিচালক, অভিনেত্রী ট্রেসি এলিস রস এবারের মনোনয়নের ঘোষণা দেন।

মোট ২৪টি ক্যাটাগরির সেরা চলচ্চিত্র ও মেকআপ ছাড়া বাকি ২২টিতে চূড়ান্ত মনোনয়ন তালিকায় প্রতি বিভাগে পাঁচটি করে মনোনয়ন দেওয়া হয়। সেরা অভিনেতার তালিকায় ক্রিশচিয়ান বেল (ভাইস), ব্রাডলি কুপার (আ স্টার ইজ বর্ন), উইলেম ড্যাফো (অ্যাট ইটারনিটি’স গেট), রেমি মালেক (বোহেমিয়ান রাপসোডি) ও ভিগো মরটেনসেন (গ্রিন বুক) মনোনয়ন পেয়েছেন।

সেরা অভিনেত্রীর মনোনয়ন তালিকায় স্থান পেয়েছেন এলিৎজা অ্যাপারিসিও (রোমা), গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ), অলিভিয়া কোলম্যান (দ্য ফেবারিট), লেডি গাগা (আ স্টার ইন বর্ন) ও মেলিসা ম্যাককার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি)।

মোশন পিকচার তালিকায় সেরা চলচ্চিত্র হিসেবে মনোনয়ন পেয়েছে ব্লাক প্যানথার, ব্লাকলেনসম্যান, বোহেমিয়ান রাপসোডি, দ্য ফেবারিট, গ্রিন বুক, রোমা, আ স্টার ইজ বর্ন ও ভাইস।

বিদেশি ভাষা বিভাগে চূড়ান্ত মনোনয়ন পাওয়া চলচ্চিত্রগুলো হচ্ছে- ক্যাপারনম (লেবানন), কোল্ড ওয়ার (পোল্যান্ড), নেভার লুক অ্যাওয়ে (জার্মানি), রোমা  (মেক্সিকো) ও শপলিফটারস (জাপান)।

আগামী ২৪ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার থেকে সরাসরি অস্কারের চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে। তার আগে জুরিদের পাশাপাশি অস্কার মেম্বাররা নিজেদের ভোটের মাধ্যমে চূড়ান্ত বিজয়ী নির্ধারণে ভূমিকা রাখতে পারবেন। অস্কার মেম্বারদের ভোটের সুযোগ থাকবে ১২ থেকে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads