• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থার উন্নতি

আলাউদ্দীন আলী

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

আলাউদ্দীন আলীর শারীরিক অবস্থার উন্নতি

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৪ জানুয়ারি ২০১৯

গুরুতর অসুস্থ অবস্থায় মঙ্গলবার রাত ১১টা ৩০ মিনিটের দিকে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছিলেন সুরকার ও সঙ্গীত পরিচালক আলাউদ্দীন আলী। চিকিৎসায় তার শারীরিক অবস্থার আগের চেয়ে উন্নতি হয়েছে। গতকাল দুপুরে মুঠোফোনে আলাপকালে এমনটাই জানিয়েছেন তার স্ত্রী ফারজানা মিমি।

তিনি বলেন, গত মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উনাকে হাসপাতালে ভর্তি করেছি। চিকিৎসক জানিয়েছেন, তার নিউমোনিয়া ও শ্বাসকষ্টের সমস্যা রয়েছে। এখনো আইসিইউতে রয়েছেন। তবে আগের চেয়ে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।

জানা গেছে, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক জাকির সরকারের তত্ত্বাবধানে আছেন আলাউদ্দীন আলী। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী জানান, নিউমোনিয়ার পাশাপাশি সেফটিমেনিয়ায় আক্রান্ত হয়েছেন আলাউদ্দীন আলী। এছাড়া তিনি ফুসফুস ক্যানসারের রোগী।

বাংলা চলচ্চিত্রে অসংখ্য শ্রোতাপ্রিয় গান সৃষ্টি করেছেন আলাউদ্দীন আলী। তিনি একাধারে সঙ্গীত পরিচালক, সুরকার, বেহালাবাদক ও গীতিকার। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ গীতিকার ১৯৫২ সালের ২৪ ডিসেম্বর বিক্রমপুরের টঙ্গিবাড়ী থানার বাঁশবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা ওস্তাদ জাদব আলী, মা জোহরা খাতুন। ছোট চাচা সাদেক আলীর কাছে সঙ্গীতে প্রথম হাতেখড়ি আলাউদ্দীন আলীর। ১৯৬৮ সালে যন্ত্রশিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads