• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

পরিচালক সমিতির নির্বাচন আজ

মুখোমুখি বাদল ও গুলজার

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৫ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন আজ। বিএফডিসিতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে ভোটগ্রহণ। ২০১৯-২০২০ মেয়াদের এ নির্বাচনে ১৯ পদের বিপরীতে ৪ জন স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৪২ জন পরিচালক প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এবারের নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন। তারা হলেন গতবারের নির্বাচিত সভাপতি চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার ও পরিচালক বাদল খন্দকার। গুলজারের প্যানেলে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন গতবারের নির্বাচিত মহাসচিব বদিউল আলম খোকন। বাদল খন্দকারের প্যানেলে মহাসচিব পদে লড়বেন বজলুর রশীদ চৌধুরী। এ ছাড়া স্বতন্ত্র হিসেবে মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন পরিচালক সাফি উদ্দিন সাফি।

সভাপতি পদে আবারো প্রতিদ্বন্দ্বিতা করা প্রসঙ্গে মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আবারো সবার ভালোবাসায় নির্বাচিত হলে আমাদের চেষ্টা থাকবে সরকারি অনুদানে সিনেমা হল ডিজিটাল করা ও যেখানে সিনেমা হল নেই, সেখানে নতুন করে হল নির্মাণ করা। ডিজিটাল হলগুলো অন্যদের কাছে সরকার ভাড়া দেবে অথবা অন্যদের কাছে লিজ দেওয়ার মাধ্যমে পরিচালনা করবে। পর্যায়ক্রমে ৩৬০টি উপজেলায় এটা করার জন্য জোর আহ্বান এখনই জানাচ্ছি সরকারকে। এই বিষয় ছাড়াও সেন্ট্রাল সার্ভারের মাধ্যমে সিনেমাগুলো প্রদর্শিত করা। এতে সিনেমাগুলো পাইরেসি থেকে মুক্তি পাবে। সরকারের কাছে আমাদের সমিতির পক্ষ থেকে দাবি ছিল, সিনেমা হলগুলো সরকারি খরচে ডিজিটাল সিনেপ্লেক্স নির্মাণ করা। সিনেমা হলে ই-টিকেটিং সিস্টেম চালু করা। সারা বিশ্বে যেখানে ই-টিকেটিং সিস্টেম চলছে, সেখানে বাংলাদেশ কেন বাদ থাকবে। এটি আমরা পরিবর্তন করার চেষ্টা করছি।’

অন্যদিকে বাদল খন্দকার বলেন, ‘আমি আজ শিল্পপতি হয়েছি, রাজনীতিবিদ হয়েছি, এর নেপথ্য কারণ কিন্তু চলচ্চিত্রের প্রতি আমার ভালোবাসা। একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে সফল হয়েছি বলেই আমি আজকের বাদল খন্দকার। তাই চলচ্চিত্র শিল্পের জন্য ভালো কিছু করার জন্যই আমি এবার নির্বাচনে এসেছি। সবার সঙ্গে মতবিনিময় করেই চলচ্চিত্রের কল্যাণের জন্য আমি নিবেদিত হয়ে কিছু করতে চাই।

চলচ্চিত্র পরিবারে কোথাও যেন কোনো রকম বৈষম্য না থাকে, তা দূর করে চলচ্চিত্রের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমার বিশ্বাস আমার চলচ্চিত্র পরিচালক পরিবার আমাকে সেই পথে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads