• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
এবার উপন্যাস নিয়ে শানু

অভিনেত্রী শানারেই দেবী শানু

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

এবার উপন্যাস নিয়ে শানু

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ৩০ জানুয়ারি ২০১৯

দর্শকপ্রিয় অভিনেত্রী শানারেই দেবী শানুর বাবা এ কে শেরামের পথ অনুসরণ করেই নিজেকে একজন লেখক হিসেবে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন রয়েছে শানুর। যে কারণে ২০১৭ সালে একুশে গ্রন্থ মেলায় তার প্রথম কবিতার বই ‘নীল ফড়িং কাব্য প্রকাশিত হয় অনন্যা প্রকাশনী থেকে। প্রথম কবিতার বই দিয়েই বেশ সাড়া ফেলেন শানু। সে বছরই কবিতার বই লিখে ‘সিটি আনন্দ আলো সাহিত্য পুরস্কার লাভ করেন তিনি। পরের বছর শানুর অনন্যা থেকে ‘লাল এপিটাফ, চৈতন্য থেকে ‘অসময়ের চিরকুট এবং তাম্রলিপি থেকে ‘ত্রিভুজ কবিতাগ্রন্থ প্রকাশিত হয়।

এবার বইমেলায় ‘একলা আকাশ-এর পাশাপাশি শিশুতোষ গল্পের বই ‘শানারেই ও তার জাদুর লেইট্রেইন প্রকাশ পাচ্ছে। এটি প্রকাশ করছে অনন্যা। এ প্রসঙ্গে শানারেই দেবী শানু বলেন, আমার লেখালেখির অনুপ্রেরণা আমার বাবা। সবসময়ই আমার ইচ্ছা হতো বাবার মতো লিখতে। তবে কখনো ভাবনা ছিল না যে লেখালেখি করতে পারব। কিন্তু অবশেষে যখন লেখালেখি শুরুই করে দিয়েছি তখন বাবার পথটা অনুসরণ করে নিজেকে অনেক দূরে নিয়ে যেতে চাই। অবশ্যই সবার আশীর্বাদ কামনা করি সবসময়। এবারের গ্রন্থমেলায় রোমান্টিক গল্পের উপন্যাস ‘একলা আকাশ নিয়ে আমি খুবই আশাবাদী। পাশাপাশি বাচ্চাদের জন্য বইটি নিয়েও আশাবাদী আমি।

শানার বাবা এ কে শেরাম অবসর গ্রহণ করার পর বিভিন্ন সংগঠন বিশেষ করে মনিপুরী সংগঠন নিয়ে ব্যস্ত আছেন। মূলত তিনি একজন মনিপুরী গবেষক। শানুর গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাটে। এদিকে শানু অভিনীত ‘মিস্টার বাংলাদেশ সিনেমাটি গত বছর মুক্তি পায়। এটি তার অভিনীত প্রথম সিনেমা। এতে তার বিপরীতে অভিনয় করেন খিজির হায়াত খান। এ ছাড়া বর্তমানে তিনি চ্যানেল আইতে প্রচার চলতি ধারাবাহিক ‘সাত ভাই চম্পা ও এনটিভিতে প্রচার শুরু হওয়া সাগর জাহানোর ‘সোনার খাঁচা নিয়ে ব্যস্ত রয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads