• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

‘চক্রজাল’ দেখাবে আজ

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ ফেব্রুয়ারি ২০১৯

চ্যানেল আইয়ের জন্য গোলাম হাবিব লিটু নির্মাণ করেছেন টয়া ও আজাদকে জুটি করে টেলিফিল্ম ‘চক্রজাল’। এ টেলিফিল্মে অভিনয়ের মাধ্যমে অনেক দিন পর রোজি সিদ্দিকীকেও ছোটপর্দায় দেখা যাবে। মাসুমা মায়মুরের রচনায় টেলিফিল্মটিতে আরো অভিনয় করেছেন আবদুল্লাহ রানা, নরেশ ভূঁইয়া প্রমুখ।

গল্পে দেখা যাবে- হঠাৎ করেই ধনী হতে শুরু করল মুনমুন ও জাকির দম্পতি। বাড়ি, গাড়ি, টাকা-পয়সা- কোনো কিছুর অভাব নেই ওদের জীবনে। বাচ্চারা না চাইতেই সবকিছু পায়। কিন্তু ওদের বড় সন্তান জুঁই অনুভব করে যে ওরা ভালো নেই। বিলাসী জীবনের মাঝে কোনো সুখ খুঁজে পায় না ও।

ওর সব ভালোলাগা শুধু আদরের ছোট ভাই শোভনকে ঘিরে। কিন্তু সেই শোভনও যেন পাল্টে যেতে থাকে আস্তে আস্তে। নেশাগ্রস্ত হয়ে পড়ে। সারাক্ষণ টাকার নেশায় জীবন কাটানো বাবা-মা সব সময় সন্তানের প্রতি উদাসীন। ভাইকে নিয়ে বিপদে পড়ে যায় জুঁই। এই বিপদের পাশে এসে দাঁড়ায় ওর ভালোবাসার মানুষ শাওন। দুজন মিলে চেষ্টা করে শোভনকে সুস্থ করতে। কিন্তু ওদের সব চেষ্টাকে ব্যর্থ করে ওর আদরের ছোট ভাই আত্মহত্যা করে একদিন। জুঁই ওর ভাইয়ের মৃত্যুকে মেনে নিতে পারে না কিছুতেই। ভীষণ ভেঙে পড়ে। জুঁইয়ের শুধু মনে হয় ওর ভাইকে কেউ মেরে ফেলেছে।

ভাই মৃত্যুর আসল ঘটনা যখন জানল তখন কী করল জুঁই? গল্পের বাকিটা দেখা যাবে টেলিফিল্মটি চ্যানেল আইয়ে আজ শুক্রবার  বেলা ৩টা ৫ মিনিটে উপভোগ করার মাধ্যমে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads