• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

আনন্দ বিনোদন

এক ধারাবাহিকে তিন প্রজন্ম

  • অভি মঈনুদ্দীন
  • প্রকাশিত ২৯ মার্চ ২০১৯

গুণী নাটক ও চলচ্চিত্র নির্মাতা অনিমেষ আইচ বাংলাভিশনে প্রচারের জন্য নির্মাণ করেছিলেন ধারাবাহিক নাটক ‘দ্য গুড দ্য বেড অ্যান্ড দ্য আগলি’। এরই মধ্যে দর্শকের ভালোবাসায় নাটকটির শততম পর্ব প্রচার হয়েছে বাংলাভিশনে। অবশ্য নাটকটির সফল শততম পর্ব প্রচার উপলক্ষে নাটকের অভিনীশিল্পীদের নিয়ে একটি স্মৃতিচারণমূলক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে নাটকের প্রায় সব শিল্পীই অংশ নেন। সেই অনুষ্ঠানে অংশ নেন এই ধারাবাহিকের তিন প্রজন্মের তিন অভিনয়শিল্পী লায়লা হাসান, রুনা খান ও আশনা হাবিব ভাবনা।

নাটকটিতে অভিনয় প্রসঙ্গে লায়লা হাসান বলেন, ‘নিঃসন্দেহে অনিমেষ আইচ একজন গুণী নির্মাতা। এই নাটকে অভিনয় করতে গিয়ে যে বিষয়টি আমার কাছে ভালো লেগেছে তা হলো অনিমেষ তার গল্পে দর্শককে সুরসুরি দিয়ে হাসানোর চেষ্টা করেনি। গল্পের ভেতর দর্শক প্রবেশ করলে এমনিতেই হাসছেন। নাটকের তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, ডা. এজাজ ও ফারুক আহমেদ। তিনজনকে ঘিরেই গল্প আবর্তিত হয়। আমি ভীষণ উপভোগ করেছি ধারাবাহিকটিতে অভিনয় করতে গিয়ে। রুনা ও ভাবনা দুজনও বেশ চমৎকার অভিনয় করে। আমি তাদের খুব স্নেহ করি।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads