• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘কণ্ঠ’ নিয়ে কলকাতায় জয়া

জয়া আহসান

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

‘কণ্ঠ’ নিয়ে কলকাতায় জয়া

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ এপ্রিল ২০১৯

গলার ক্যানসারে আক্রান্ত এক ব্যক্তির জীবনের গল্পের ছায়ায় তৈরি ছবি ‘কণ্ঠ’। বেলাশেষে, প্রাক্তনখ্যাত শিবপ্রসাদ মুখোপাধ্যায়-নন্দিতা রায় জুটির এই ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান।

সম্প্রতি জয়া আহসান তার ফেসবুক পেজ থেকে প্রকাশ করেছেন ‘কণ্ঠ’ ছবির পোস্টার। ক্যাপশনে লিখেছেন- আসছে এই গ্রীষ্মে ‘কণ্ঠ’। এই ছবিতে একজন স্পিচ থেরাপিস্টের ভূমিকায় দেখা যাবে জয়াকে।

শিবপ্রসাদ-নন্দিতা জুটির ছবি মানেই ভিন্নতা। ক্যানসারের সঙ্গে লড়াই করা মানুষটির চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় নিজেই। রেডিওর একজন আরজের ভূমিকায় দেখা যাবে শিবপ্রসাদ মুখোপাধ্যায়কে। আর তার স্ত্রীর ভূমিকায় থাকছেন পাওলি দাম। এই প্রথম পাওলির সঙ্গে জুটি বেঁধেছেন শিবপ্রসাদ মুখোপাধ্যায়। এই ছবিতে আরো আছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়, বিপ্লব দাশগুপ্ত, পরাণ বন্দ্যোপাধ্যায়। আসছে মে মাসে মুক্তি পাচ্ছে ‘কণ্ঠ’।

এদিকে ২২ এপ্রিল থেকে  শুরু হচ্ছে বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯ (অনূর্ধ্ব-১৯)। এই খেলা ঘিরে নানা দিকে হচ্ছে নানান আয়োজন। এবার বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপের শুভেচ্ছাদূত হলেন অভিনেত্রী জয়া আহসান। এ বিষয়ে জয়া আহসান বলেন, নিজের দায়বদ্ধতার জায়গা থেকে এই আয়োজনের সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। জয়া আরো বলেন- ‘অনূর্ধ্ব-১৯-এ যারা অংশ নিচ্ছে, তারা প্রত্যেকেই দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজেদের চেষ্টা ও মেধার জোরে উঠে এসেছে। মেয়েদের নিয়ে এই আয়োজন নারীর ক্ষমতায়নেরও একটি দারুণ দৃষ্টান্ত। আমি যেমন এতে অংশ নেওয়া খেলোয়াড়দের উৎসাহ দেব, তেমনি তাদের গল্পও আমাকে অনুপ্রেরণা জোগাবে।’ বঙ্গমাতা আন্তর্জাতিক নারী গোল্ডকাপ ২০১৯-এর বিভিন্ন কার্যক্রমে জয়া আহসানকে দেখা যাবে। তিনি কিশোরী খেলোয়াড়দের উৎসাহ জোগাবেন, তাদের পাশে থাকবেন এবং গ্যালারিতে বসে তাদের খেলাও দেখবেন। জয়া বলেন- ‘শুধু শুভেচ্ছাদূত হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে আমি সবাইকে বলতে চাই- আপনারা আসুন, গ্যালারিতে বসে আমাদের মেয়েদের উৎসাহ দিন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads