• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
পাসওয়ার্ডে মুগ্ধ বুবলী

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

পাসওয়ার্ডে মুগ্ধ বুবলী

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ মে ২০১৯

বাংলাদেশি সিনেমার এ সময়ের অন্যতম শীর্ষ নায়িকা বুবলী। লাকি সেভেন বলে একটি প্রচলিত কথা আছে, যা সৌভাগ্যের ক্ষেত্রে বলা হয়ে থাকে। তার ক্ষেত্রেও যেন ঠিক তা-ই হয়েছে। বুবলীর অভিনীত মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা সাতটি। এই সাতটি সিনেমাই তার আগামীদিনের সফল ভাগ্য নির্মাণে সহায়ক হিসেবে ভূমিকা রাখছে। যদিও বুবলী তার প্রথম সিনেমা ‘বসগিরি’ দিয়েই সারা দেশের সিনেমাপ্রেমী দর্শকের মন জয় করেছিলেন। কিন্তু পরবর্তীকালে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো দিয়েও বুবলী তার ভক্ত-দর্শকের মন ধারাবাহিকভাবে জয় করে চলেছেন।

ছোট্টবেলায় মালেক আফসারী পরিচালিত ‘এই ঘর এই সংসার’ সিনেমা দেখে মুগ্ধ হয়েছিলেন। অমর নায়ক সালমান শাহ’র ভীষণ ভক্ত বুবলী। তাই তার অভিনীত এই সিনেমার প্রতি অন্যরকম ভালো লাগা ছিল, আছে। কিন্তু সেই একই নির্মাতার নির্দেশনায় তিনি নায়িকা হয়ে সিনেমায় অভিনয় করবেন, এটা যেন তার কল্পনাতেও ছিল না। বুবলী টানা একমাস কাজ করে শেষ করেছেন শাকিব খান ও ইকবাল প্রযোজিত এসকে ফিল্মসের সিনেমা মালেক আফসারী পরিচালিত ‘পাসওয়ার্ডে’র কাজ। তবে এতে তিনি কী চরিত্রে অভিনয় করছেন, সেখানে চমক আছে বলে জানান বুবলী।

কেন দর্শকের দেখা উচিত পাসওয়ার্ড? এমন প্রশ্নের জবাবে বুবলী বলেন, ‘এটা সত্যি যে, আমরা যারা যে সিনেমাতেই কাজ করি না কেন, তাতে ভীষণ ভালো লাগা নিয়েই কাজ করি এবং সেটা আমাদের পছন্দের কাজ হিসেবেই বিবেচিত হয়। পাসওয়ার্ড নিয়ে আগেই কিছু বলতে চাই না। দর্শককে শুধু বলবো, আপনারা সিনেমা হলে গিয়ে পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সিনেমাটি উপভোগ করুন।’

নির্মাতা মালেক আফসারী ও শাকিব খান প্রসঙ্গে বুবলী বলেন, ‘আফসারী স্যার অনেক অভিজ্ঞ একজন নির্মাতা। শুটিংয়ের সময় তিনি ভীষণ সিরিয়াস থাকেন। ক্যামেরা সম্পর্কেও তার ধারণা অনেক। যে কারণে পাসওয়ার্ড খুব ভালো একটি কাজে পরিণত হয়েছে। তাই সবমিলিয়ে কাজটি নিয়ে আমি সন্তুষ্ট। আর শাকিব খানের প্রযোজনায় এবারই প্রথম কাজ করেছি। সহশিল্পী হিসেবে সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি তার কাছ থেকে। প্রযোজক হিসেবে দেখেছি প্রতিটি বিষয়ে তিনি পুঙ্খানুপঙ্খভাবে তদারকি করেছেন। তা দেখে আমি অনেক কিছু শিখেছি যা আমার পথচলায় অনেক ভূমিকা রাখবে।’

বুবলী জানান, শাকিব খানের প্রযোজনার তদারকি দেখে তারও মনে অনুপ্রেরণা জেগেছে প্রযোজক হওয়ার, তবে সেটা অনেক সময়ের ব্যাপার। পাসওয়ার্ড সিনেমার কাহিনী, সংলাপ আবদুল্লাহ জহির বাবুর। আগামী ঈদে সিনেমাটি মুক্তি পাবে। বুবলী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা গেল বছরের কোরবানির ঈদে ওয়াজেদ আলী সুমনের ‘ক্যাপ্টেন খান’। তার মুক্তিপ্রাপ্ত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে ‘বসগিরি’, ‘শ্যুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘ সুপার হিরো’, ‘চিটাগাইয়া পোয়া নোয়াখাইল্যা মাইয়া’।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads