• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘মাসুদ রানা’ ছবির বাজেট ৮৩ কোটি টাকা!

ছবি : সংগৃহীত

আনন্দ বিনোদন

‘মাসুদ রানা’ ছবির বাজেট ৮৩ কোটি টাকা!

  • বিনোদন প্রতিবেদক
  • প্রকাশিত ২৩ জুলাই ২০১৯

কিশোর বয়সে ‘মাসুদ রানা’ পড়েননি এমন বাঙালি পাঠক খুঁজে পাওয়া দুষ্কর! মাসুদ রানার অ্যাডভেঞ্চার পড়ে শিহরিত হওয়া ও রোমাঞ্চ অনুভব করা সেসব বাঙালি কিশোর, তরুণ, বৃদ্ধদের জন্য বেশ কিছুদিন আগে কল্পনার সেই হিরো মাসুদ রানাকে সিনেমার পর্দায় দেখানোর ঘোষণা দিয়েছিল জাজ মাল্টিমিডিয়া। মাঝখানে প্রজেক্টটি নিয়ে কিছু শোনা না গেলেও এবার ‘মাসুদ রানা’র নতুন খবর নিয়ে এল প্রযোজনা সংস্থা জাজ।

‘মাসুদ রানা’র জনক কাজী আনোয়ার হোসেন। এতদিন তার লেখা সৃষ্ট চরিত্রের নানা অভিযানের গল্প ছিল বইয়ের পাতায়, কিন্তু এবার তা দেখা যাবে সিনেমা পর্দায়। আর এর জন্য বিস্তর পরিকল্পনা করেছে দেশীয় এই প্রযোজনা সংস্থাটি।

গতকাল সোমবার তাদের অফিশিয়াল ফেসবুক পেজে নির্মিতব্য চলচ্চিত্র ‘মাসুদ রানা’র বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত তুলে ধরা হয়। সেখানে মাসুদ রানার বাজেট, কাস্টিং, ক্রু এবং শুটিং স্পট নিয়ে খোলাখুলি চিত্র তুলে ধরা হয়। জানানো হয়, সম্পূর্ণ সিনেমাটি তৈরি হচ্ছে হলিউডে।

বলা হয়, ‘মাসুদ রানা’ বাংলা ও ইংরেজি ভাষায় তৈরি হবে। বাংলা ভাষায় মুক্তি পাবে বাংলাদেশ ও কলকাতায়। আর সারাবিশ্বে একযোগে ইংরেজি ভাষায় মুক্তি পাবে। তবে বাংলাদেশ ও কলকাতার মাল্টিপ্লেক্সগুলোতেও ইংরেজি ভাষার সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে।

সিনেমার বাজেট নিয়ে বলা হয়, ‘মাসুদ রানা’ বাংলাদেশ থেকে প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া। সঙ্গে সহযোগী প্রযোজক হিসেবে থাকছে আরো তিনটি প্রতিষ্ঠান এবং হলিউডের প্রযোজনা প্রতিষ্ঠান সিলভারলাইন। জানানো হয়, ‘মাসুদ রানা’ চলচ্চিত্রটির বাজেট ১০ মিলিয়ন ডলার (প্রায় ৮৩ কোটি টাকা)। চলচ্চিত্রটির শুটিং হবে মরিশাস, থাইল্যান্ড ও বাংলাদেশে।

‘মাসুদ রানা’ চলচ্চিত্রটি পরিচালনা করবেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড নির্মাতা আসিফ আকবর। যিনি এর আগে হলিউডে তিনটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। ফিল্ম মেকিংয়ে পড়াশোনা করেছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে। তার সঙ্গে চিত্রগ্রাহক হিসেবে কাজ করবেন জেমস বন্ড সিরিজের সর্বশেষ ‘বন্ড ২৫’-এর ক্যামেরা অপারেটর (দ্বিতীয় ইউনিট) পিটার ফিল্ড।

‘মাসুদ রানা’র ফাইট ডিরেক্টর হিসেবে কাজ করবেন হলিউডের বেশ কিছু জনপ্রিয় ছবিতে স্টান্টমেন্ট হিসেবে কাজ করা ফিলিপ তান। ছবিতে মাসুদ রানা চরিত্রসহ রূপা, সুলতা, কবির চৌধুরী, রাহাত খানসহ এই চরিত্রগুলোতে কারা কারা অভিনয় করছেন, বিষয়টি না জানালেও এখন পর্যন্ত বেশ কয়েকজন হলিউড ও বলিউড অভিনেতার নাম ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলিউডের অভিনেতা মিকি রকে, গ্যাব্রিয়েলা রাইট, ভারতের বক্সিং তারকা গ্রেট খালি, ড্যানিয়েল বেনহার্টড, মাইকেল পেয়ারসহ অনেকে।

বাংলাদেশের প্রেক্ষাপটে যেখানে কোটি টাকার ছবি করেই একের পর এক লোকসানের মুখ দেখছেন প্রযোজকরা, সেখানে ১০ মিলিয়ন ডলারের ছবি? এর জন্য অবশ্য মার্কেটিং প্ল্যান করে রেখেছে প্রযোজনা সংস্থা জাজ। তারা জানিয়েছে, ‘মাসুদ রানা’ নিয়ে আমাদের মার্কেটিং প্ল্যান অন্যরকম। এই প্রথম হলিউডের মুভিতে একজন মুসলমান স্পাইকে দেখা যাবে মূল চরিত্রে। তাই আমাদের মার্কেটিং প্ল্যান থাকবে, মাসুদ রানাকে বিশ্বের অন্যতম সেরা মুসলিম স্পাই হিসেবে জনপ্রিয় করা। পৃথিবীর মোট জনসংখ্যার ২৪.১ ভাগ মুসলিম। অর্থাৎ ১.৮ বিলিয়ন মুসলিম। যদি ১০ ভাগ মুসলিমও এই সিনেমাটি দেখে তাহলে ১৮০ মিলিয়ন লোক এই সিনেমা দেখবে। আমরা এটি অর্জন করতে চাই। আর এটাই হবে আমাদের মার্কেটিং পলিসির মূল লক্ষ্য।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads