• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ফিউচার প্ল্যানিং

ট্রেন স্টেশন

সংগৃহীত ছবি

ফিচার

আন্তর্জালিক

ফিউচার প্ল্যানিং

  • প্রকাশিত ২০ অক্টোবর ২০১৮

অর্পণ দাশগুপ্ত

একদা এক বৃদ্ধ লোক স্টেশনে বসে ট্রেনের অপেক্ষা করতেছিল।

তখন এক তরুণ এলো এবং বৃদ্ধ লোকটির কাছে সময় জিজ্ঞেস করল।

কিন্তু বৃদ্ধ লোকটি সময় বলল না।

তরুণটি বার বার সময় জিজ্ঞেস করল; কিন্তু বৃদ্ধ লোকটি বলল না।

তরুণটি বৃদ্ধ লোকটির কাছে সময় না বলার কারণ জানতে চাইল।

বৃদ্ধ লোকটি বলল-

আমি যদি তোমাকে সময় বলি, তুমি জানতে চাইবে আমার নাম, কী করি ইত্যাদি।

তখন আমি তোমার সম্পর্কে জানতে চাইব।

তখন আমাদের মাঝে স্বাভাবিক কথোপকথন চলতে থাকবে।

By Chance তুমি আমার পাশে সিটটা নিয়ে বসবা ট্রেনে।

তখন হয়তোবা তুমি আমার সাথে একই স্টেশনে নামবা।

আমার মেয়ে আমাকে নিতে আসবে। আমার মেয়ে আমাকে তোমার সাথে দেখে ফেলবে।

আমার মেয়ে অনেক সুন্দরী।

তুমি হয়তোবা তার প্রেমে পড়ে যাবে, এমনকি হয়তোবা আমার মেয়েও তখন তোমাকে বিয়ে করতে চাইবে।

এবং তাই আমি দুঃখিত। আমার এমন দরিদ্র জামাইয়ের দরকার নেই, যার কাছে সময় দেখার জন্য একটা ঘড়িও থাকে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads