এঞ্জো ফেরারি ১৯৩৯ সালে ফেরারির প্রথম গাড়ি বানান। ১২৫এস মডেল থেকে যাত্রা শুরু করে ফেরারি। কোটিপতিদের ২০টি সর্বাধিক জনপ্রিয় ক্লাসিক গাড়িদের মধ্যে ৯টি গাড়িই এসেছে ফেরারি থেকে। এই তালিকার একদম উপরে আছে ফেরারি ২৫০ জিটিও (১৯৬০ দশকের), যার দাম ২.৪ কোটি ডলার বা ২০২ কোটি টাকা | ছবি : ইন্টারনেট
বিশ্বে এই গাড়ি রয়েছে মাত্র ৩৬টি। ২০১৮ সালে একটি ১৯৬৩/১৯৬৪ তৈরি ফেরারি ২৫০ জিটিও বিক্রি হয় ৭ কোটি মার্কিন ডলারে! ওয়েদার টেক কোম্পানির ডেভিড ম্যাকনিল কিনেছিলেন ওই গাড়ি | ছবি : ইন্টারনেট
ঠিকঠাক চলছে এমন ফেরারি ২৫০ জিটি ক্যালিফোর্নিয়া স্পাইডারের দাম অনেক। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ সংস্থা বলছে ১৯৬০ দশকের এই ফেরারির দাম ২ কোটি ডলার | ছবি : ইন্টারনেট
১৯৫০ দশকের ফেরারির এই গাড়ি পাওয়া যায় ৯০ লাখ ডলারে। বারচেটটা কথার অর্থ ছোট নৌকা। আদতে এটি দেখতে একটি ছোট নৌকার মতই দেখতে লাগে | ছবি : ইন্টারনেট
বুগ্যাটি ঠিক করেন বিশ্বের সব থেকে ভাল লাক্সারি গাড়ি বানাবেন। ঠিক করা হয়, মাত্র ২৫টি গাড়ি তৈরি করা হবে। কিন্তু গ্রেট ডিপ্রেশনের প্রভাবে তৈরি হয় মাত্র ৭টি গাড়ি। এখনও পর্যন্ত বিশ্বে ১৯৩০ দশকের এই গাড়ি রয়েছে মাত্র ছ’টি। নিউ ওয়ার্ল্ড ওয়েলথ সংস্থা জানাচ্ছে, এর দাম ১.৬ কোটি ডলার | ছবি : ইন্টারনেট
কোটিপতিদের মধ্যে আরেক জনপ্রিয় গাড়ি। ১৯৭০ দশকের এই গাড়ির বাজারদর ১ কোটি ডলার | ছবি : ইন্টারনেট
১. আর কে মিশন রোড (২য় ফ্লোর) , ঢাকা - ১২০৩
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১
বাংলাদেশ নিউজ অ্যান্ড এন্টারটেইনমেন্ট লিমিটেড এর একটি প্রতিষ্ঠান
কপিরাইট © বাংলাদেশের খবর