• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪২৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ রোববার গণভবনে সংলাপে বসেছেন জাপা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ৩৩ জন নেতা

ছবি: পিআইডি

সরকার

প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসেছেন এরশাদ

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ০৫ নভেম্বর ২০১৮

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সংলাপে বসেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে ৩৩ জন নেতা।

আজ সোমবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটের দিকে সংলাপ শুরু হয়।  এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এরশাদের নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্যরা গণভবনে প্রবেশ করেন।

সংলাপ শেষে রাতে জাপা চেয়ারম্যানের বনানী অফিসে সংলাপ বিষয়ে ব্রিফ করবেন দলের শীর্ষ নেতারা।

সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন আমির হোসেন আমু, তোয়েল আহমেদ, মতিয়া চৌধুরী,  শেখ ফজলুল করিম সেলিম, কর্নেল (অব.) ফারুক খান, ওবায়দুল কাদের, মাহবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবীর নানক,  ড. হাছান মাহমুদ, দিলিপ বড়ুয়া, মহিউদ্দিন খান বাদল ও আবদুর রহমান গোলাপ।

সংলাপে এরশাদের সঙ্গে জাতীয় পার্টির নেতাদের মধ্যে রয়েছেন রওশন এরশাদ, জি এম কাদের, আনিসুল ইসলাম মাহমুদ, মসিউর রহমান রাঙ্গা, মজিবুল হক চুন্নু, এম এ ছাত্তার, কাজী ফিরোজ রশীদ, জিয়াউদ্দিন আহমেদ বাবলু, দেলোয়ার হোসেন খান, সৈয়দ আবু হোসেন বাবলা, সাহিদুর রহমান, শেখ মুহাম্মদ সিরাজুল ইসলাম, ফখরুল ইমাম, সালমা ইসলাম, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, মাহমুদুল ইসলাম চৌধুরী, সোলায়মান আলম শেঠ,  আতিকুর রহমান আতিক, খালেদ আক্তার, সফিকুল ইসলাম সেন্টু, এ টি ইউ তাজ রহমান, শামীম হায়দার পাটোয়ারী, লিয়াকত হোসেন খোকা ও নুরুল ইসলাম ওমর।

এর আগে, গণফোরামের ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে যুক্তফ্রন্টের সঙ্গে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংলাপ শেষ হয়েছে।

গত বুধবার সন্ধ্যায় সংলাপের জন্য প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র নিয়ে রাজধানীর বারিধারায় জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের বাসভবনে যায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। আমন্ত্রণপত্র গ্রহণ করে সংলাপে জাতীয় পার্টির পক্ষ থেকে ২০ জনের প্রতিনিধিদল অংশ নেবেন বলে জানান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। তবে গতকাল জাতীয় পার্টির ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৩ জনের অংশ নেওয়ার কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংলাপের পর রাতেই জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী অফিসে সংলাপ বিষয়ে ব্রিফ করবেন পার্টির শীর্ষ নেতারা।  

এর আগে ওইদিন (বুধবার) দুপুরে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে চিঠি দেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।

জানা গেছে, আজকের সংলাপে আওয়ামী লীগের সঙ্গে মূলত আসন ভাগাভাগি নিয়ে দরকষাকষি করবেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। তবে নির্দিষ্ট করে আসন চাইবেন না তিনি। কত আসন জাতীয় পার্টিকে দেওয়া উচিত তা প্রধানমন্ত্রীর বিবেচনার ওপর ছেড়ে দেওয়া হবে। এ ছাড়া সংলাপে আওয়ামী লীগের পাশে থেকে নির্বাচন করারও প্রতিশ্রুতি দেবেন তিনি। বিএনপি নির্বাচনে এলে আওয়ামী লীগের সঙ্গে মহাজোট গঠনের মধ্য দিয়ে আসন ভাগাভাগি করে নির্বাচনে অংশ নিতে চায় জাপা। আর বিএনপি না এলেও সমঝোতার ভিত্তিতে আসন ভাগাভাগি করে শক্তিশালী বিরোধী দল গঠনের ইচ্ছার কথা প্রধানমন্ত্রীকে জানাবেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি বলেছেন, আওয়ামী লীগের সঙ্গে সংলাপ আশা করি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে হবে।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads