• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সড়কে প্রতিযোগিতা করে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

ছবি: পিআইডি

সরকার

সড়কে প্রতিযোগিতা করে গাড়ি চালানোর অনুমতি দেওয়া হবে না : প্রধানমন্ত্রী

  • প্রকাশিত ১৬ মার্চ ২০১৯

সড়ক ও মহাসড়কে চালকরা যেন প্রতিযোগিতায় নেমে গাড়ি না চালায় সে জন্য যথাযথ ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ এতে প্রায়ই মারাত্মক দুর্ঘটনা ঘটে।

প্রধানমন্ত্রী বলেন, ‘সড়ক ও মহাসড়কে চালকরা যাতে অশুভ প্রতিযোগিতায় নেমে গাড়ি না চালায় সে দিকে আপনাদের (সংশ্লিষ্ট কর্তৃপক্ষ) দৃষ্টি রাখতে হবে ও পরীক্ষা করতে হবে।’

শনিবার গণভবনে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় চার লেন ফ্লাইওভার ও লতিফপুর রেলওয়ে ওভারপাস উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।

তিনি বলেন, চালকদের প্রতিযোগিতায় নেমে গাড়ি চালানো রোধের জন্য ক্যামেরা ও স্পিড-গানসহ আধুনিক প্রযুক্তি বসানো উচিত। রাস্তাঘাটে দুর্ঘটনা কমেছে কারণ আমরা অনেক পদক্ষেপ নিয়েছি। তবে আমাদের আরও পদক্ষেপ নিতে হবে।

শেখ হাসিনা বলেন, মাঝে মাঝে চালকরা ক্লান্ত হয়ে তাদের সহকারীকে গাড়ি চালাতে দেন, যা অনুচিত।

‘যদি আপনি (চালক) আপনার সহকারীকে স্টিয়ারিং ধরতে দেন, তাহলে তাদের অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে,’ বলেন তিনি।

‘অতীতে এ সমস্যা সঠিকভাবে চিহ্নিত করা হয়নি, কিন্তু এখন এগুলো সঠিকভাবে দেখা হচ্ছে,’ যোগ করেন তিনি।

দেশের নাগরিকদের ট্রাফিক আইন মেনে চলার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘রাস্তায় নিয়ম কানুন মেনে চলার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।

এতো সড়ক দুর্ঘটনা দেখার পরেও মানুষ ট্রাফিক নিয়ম মেনে চলতে আগ্রহী নন উল্লেখ করে তিনি বলেন, ‘মানুষের ধৈর্যের প্রচণ্ড অভাব রয়েছে।’

প্রাথমিকভাবে কোনও দুর্ঘটনার জন্য চালককে দায়ী করা হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দায়ীদের দোষ খুঁজে বের করতে অনুসন্ধান করা উচিত।

তিনি চালকদের জন্য পর্যাপ্ত বিশ্রাম ও সময়মতো খাবারের ব্যবস্থা করার ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads