• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শপথ নিলেন ময়মনসিংহ সিটি মেয়র টিটু

ছবি: পিআইডির

সরকার

শপথ নিলেন ময়মনসিংহ সিটি মেয়র টিটু

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৭ মে ২০১৯

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) নব নির্বাচিত মেয়র  ইকরামুল হক টিটু ও সংরক্ষিত আসনের কাউন্সিলরসহ ৪৪ জন নতুন ওয়ার্ড কাউন্সিলর শপথ নিয়েছেন। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে মেয়রকে শপথ পাঠ করান।

আর কাউন্সিলরদের শপথবাক্য পাঠ করান স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এস এম গোলাম ফারুক।

এ সময় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক-ই ইলাহী চৌধুরী ও সংসদের বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, একমাত্র প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী জাহাঙ্গীর আহমেদ প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেয়ায় আওয়ামী লীগ প্রার্থী ইকরামুল হক টিটু মসিক মেয়র পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচত হন।

২ লাখ ৯৭ হাজার ভোটার ও ৩৩টি ওয়ার্ড নিয়ে গঠিত দেশের ১২তম এ সিটি করপোরেশেনে গত ৫ মে নির্বাচন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads