• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
‘ডেঙ্গু মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

সরকার

‘ডেঙ্গু মোকাবিলায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে’

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০১ আগস্ট ২০১৯

ডেঙ্গুর বিস্তার রোধে সবাইকে নিজ নিজ ঘরবাড়ি পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডেঙ্গু মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে 'জাতীয় শোক দিবস' উপলক্ষ্যে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত রক্তদান ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে টেলি কনফারেন্সে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, 'আমাদের দেশে কিছু সমস্যা দেখা দিয়েছে, তার মধ্যে অন্যতম হলো ডেঙ্গুর প্রভাব। ডেঙ্গু প্রভাবমুক্ত করার জন্য আমি কতগুলো নির্দেশনা দিয়েছি। আমি মনে করি, আমাদের দলের প্রতিটি মানুষ নিজ নিজ এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করবেন। এর পাশাপাশি দেশবাসীকেও দায়িত্বশীল হতে হবে। পরিষ্কার-পরিচ্ছন্নতা থেকে শুরু করে মশার বংশবিস্তার যাতে না হয় তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে। নিজেকে ও পরিবারকে সুরক্ষিত রাখতে হবে।'

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা স্মরণ করে বলেন, 'আগস্ট মাস আমাদের জন্য শোকের মাস। আজকের এই দিনে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। একই সঙ্গে সেদিন ঘাতকের হাতে নিহত সবাইকে। ১৫ আগস্ট আমি আমার বাবা-মা, ভাই-বোনসহ পরিবারের সব সদস্যকে হারিয়ে নিঃস্ব হয়েছি। জাতির পিতা বাংলাদেশ স্বাধীন করেছিলেন দেশের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, সোনার বাংলাদেশ গড়ে তোলার জন্য। কিন্তু ১৫ আগস্ট স্বাধীনতার আদর্শ নস্যাৎ করার জন্য তাকে সপরিবারে হত্যা করে ঘাতক চক্র।'

দেশের মানুষের ভাগ্য উন্নয়নের মাধ্যমে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের ঋণ শোধ করতে হবে উল্লেখ করে তিনি বলেন, 'জাতির পিতা রক্ত দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, দেশের প্রয়োজনে তিনি রক্ত দেবেন। তিনি ঠিকই রক্ত দিয়েছিলেন। তার সেই রক্তের ঋণ আমাদের শোধ করতে হবে, বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের মধ্য দিয়ে।'

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads