• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
২৫ শতাংশের নিয়ম বাতিল, সবাইকে অফিস করতে হবে

অনলাইন ডেস্ক

সরকার

২৫ শতাংশের নিয়ম বাতিল, সবাইকে অফিস করতে হবে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৬ আগস্ট ২০২০

করোনা পরিস্থিতিতে ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী নিয়ে অফিসের কাজ চালানোর সিদ্ধান্ত বাতিল করেছে সরকার। এর ফলে সরকারি চাকরিজীবীরা বাসা থেকে আর অফিসের কাজ করতে পারবেন না। 

স্বাভাবিক সময়ের মতোই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে তাদের। মন্ত্রণালয়গুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের মৌখিকভাবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয়গুলো রোস্টার সিস্টেম বা হোম অফিস বাতিল করে নিয়মিত অফিস করার আদেশ জারি করতে শুরু করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন এ বিষয়ে বলেন, অসুস্থ, বয়স্ক ও সন্তানসম্ভবা কর্মকর্তা ছাড়া বাকি কর্মকর্তাদের স্বাভাবিক নিয়মে অফিস করতে হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এ নির্দেশনা এরই মধ্যে দেওয়া হয়েছে। অন্যান্য মন্ত্রণালয় তাদের কর্মকর্তাদের নির্দেশনা দেবে।

মন্ত্রিপরিষদ বিভাগের এ নির্দেশনা কার্যকর করতে ইতোমধ্যে অনেক মন্ত্রণালয় নিজেদের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিস আদেশ জারি করেছে। বাকিরাও অফিস আদেশ জারি করার প্রক্রিয়ায় রয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ২৬ মার্চ থেকে ৩১ মে পর্যন্ত ৬৮ দিন সাধারণ ছুটির পর ১ জুন থেকে রোস্টার অনুযায়ী ২৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারী পর্যায়ক্রমে অফিসে এসে ও বাকিরা বাসায় থেকে দায়িত্ব পালন করছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads