• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি সম্পাদকদের

ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন চেয়ে রাস্তায় সম্পাদকরা জাতীয় প্রেসক্লাবের সামনে সম্পাদক পরিষদের মানববন্ধন।

ছবি : সংগৃহীত

মহানগর

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবি সম্পাদকদের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ অক্টোবর ২০১৮

ডিজিটাল নিরাপত্তা আইনের বিতর্কিত ৯টি ধারা সংশোধনের দাবিতে মানববন্ধন করেছেন বিভিন্ন পত্রিকার সম্পাদকরা। সোমবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে তারা মানববন্ধন করেন।

মানববন্ধনে সংবাদপত্রের স্বাধীনতা ও বাকস্বাধীনতা সুরক্ষার লক্ষ্যে ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধনসহ ৭ দফা দাবি জানিয়ে সম্পাদক পরিষদের নেতারা বলেন, ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের ব্যাপারে এখনো আলোচনার পথ খোলা আছে। তবে আলোচনা নিয়ে যেন কোনো প্রহসন না হয়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। ডিজিটাল নিরাপত্তা আইনকে মুক্ত গণমাধ্যমের পরিপন্থী উল্লেখ করে সম্পাদকরা বলেন, তথ্য অধিকার আইনকে অবশ্যই ডিজিটাল নিরাপত্তা আইনের চেয়ে প্রাধান্য দেয়া উচিত।

মানববন্ধনে সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বলেন, ‘আমরা ডিজিটাল আইনের বিরুদ্ধে নই। আমরা এই আইনের বিশেষ কতকগুলো ধারার সংশোধন দাবি করছি। আমরা চাই-আগামী সংসদ অধিবেশনে এই আইনটি সংশোধনের মাধ্যমে স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হোক। ডিজিটাল নিরাপত্তা আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা অবশ্যই সংশোধন করতে হবে।’
মানববন্ধনে ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ছাড়াও বক্তব্য রাখেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি নিউ এজের সম্পাদক নুরুল কবির, দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান, বনিক বার্তার সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দৈনিক সমকালে ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাফিজ শফি, দৈনিক মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরী প্রমুখ

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads