• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
সুপ্রভাত হচ্ছে সম্রাট!

সুপ্রভাত হচ্ছে সম্রাট!

ছবি : বাংলাদেশের খবর

মহানগর

সুপ্রভাত হচ্ছে সম্রাট!

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

রাজধানীতে বাসচাপায় নিহত বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) মেধাবী শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীর ঘাতক সুপ্রভাত স্পেশাল সার্ভিস পরিবহন নাম ও রঙ পাল্টে সম্রাট ট্রান্সলাইন (প্রা.) লি. নাম নিয়ে সড়কে নামার প্রস্তুতি নিচ্ছে।

ঘটনার পর ঢাকা উত্তরের সিটি মেয়র আতিকুল ইসলাম সুপ্রভাত পরিবহন চলাচল বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছিলেন। অথচ বাস্তবে তার ভিন্ন চিত্র। গতকাল বুধবার বিকালে একাধিক শ্রমিক, বাসচালক ও সুপারভাইজারের সঙ্গে কথা বলে জানা গেছে, সুপ্রভাত স্পেশাল বাস সার্ভিসটির রুট পারমিট রাজধানীর সদরঘাট থেকে রামপুরা হয়ে উত্তরা পর্যন্ত। এক প্রভাবশালী পরিবহন নেতার প্রভাবের কারণে চলছে গাজীপুর মহানগরীর টঙ্গীর গাজীপুরা পর্যন্ত। ৭০টি বাস চলার অনুমোদন থাকলেও চলছে প্রায় সাড়ে তিন শ বাস।

সুপ্রভাতের টঙ্গী স্টেশন রোডের সুপারভাইজার কামরুল ইসলাম জানান, সুপ্রভাত পরিবহনের বাসের রঙ বদলে অন্য পরিবহনের নামে চলার বিষয়টি তার জানা নেই। বিষয়টি মালিক কর্তৃপক্ষ বলতে পারবে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের (দক্ষিণ) সহকারী কমিশনার নজরুল ইসলাম বলেন, সুপ্রভাত পরিবহনের কোনো বাস অন্য কোম্পানির নামে পরিবর্তিত হচ্ছে- এমনটা আমার জানা নেই। তবে বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি। তিনি জানান, সুপ্রভাত পরিবহনের কোনো বাস গাজীপুরে প্রবেশ করতে পারবে না। কোনো কোম্পানি তাদের বাস অন্য কোম্পানিতে পদ্ধতিগতভাবে স্থানান্তর করতেই পারে। তবে বাসটি যে কোম্পানিতে যাচ্ছে সে কোম্পানিটির বৈধ অনুমোদন রয়েছে কি না, সেটিই দেখার বিষয়।

গত মঙ্গলবার সকালে যমুনা ফিউচার পার্কের সামনের প্রগতি সরণিতে জেব্রা ক্রসিং পার হতে গিয়ে দ্রুত গতিতে আসা সুপ্রভাত বাসের চাকায় পৃষ্ট হয়ে নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরী। এরপরেই প্রতিবাদে ফেটে পড়ে বিইউপি, নর্থ সাউথসহ আরো কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ঘটনার দিনই তারা নর্দা, বসুন্ধরার সামনের সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। ওই আন্দোলনে তারা ৮টি দাবি উপস্থাপন করে। পরে মেয়র আতিকুল ইসলাম তাদের দাবি যুক্তিযুক্ত বলে ঘোষণা দেন। একই সঙ্গে সেই দাবি পূরণের আশ্বাসও দেন। ওই সময়ে তিনি সুপ্রভাত পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে বলে ঘোষণা দেন।

গতকাল বুধবার সকালে মেয়র আতিকুল ইসলাম নিহত আবরারের নামে বসুন্ধরার সামনে একটি ফুটওভারব্রিজ নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। একই দিন সড়ক দুর্ঘটনা ও এ নিয়ে টালবাহানার অভিযোগ এনে আন্দোলন ছড়িয়ে পড়ে প্রগতী সরণি ছাড়াও রাজধানীর শাহবাগ, ধানমন্ডি ২৭, সায়েন্স ল্যাব মোড়, ফার্মগেট, পুরান ঢাকার রায়সাহেব বাজার মোড়সহ আরো কয়েকটি এলাকায়। পরে মেয়রসহ প্রশাসনের পরিবহন সংশ্লিষ্ট অন্যরা শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে কার্যকর পদক্ষেপ নেওয়া পাশাপাশি তা বাস্তবায়নের জন্য ৭ দিনের সময় চেয়ে নেন।

এমন আশ্বাসে শিক্ষার্থীরা অবরোধকৃত সড়কগুলো ছেড়ে দিয়ে যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা নিশ্চিত আশ্বাস আদায় করে সুপ্রভাত পরিবহন আর চলতে দেওয়া হবে না। এমন পরিস্থিতিতে কৌশল নিয়ে তোড়জোড় চালিয়ে বুধবার বিকাল থেকেই নাম ও রঙ পরিবর্তন করে সম্রাট নামে চলাচলের জন্য প্রস্তুতি নিচ্ছে। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা এমন কাজের নিন্দা জানিয়েছেন। তারা বলছেন নাম ও রঙ পরিবর্তন করা ঘাতক পরিবহনগুলোর নয়া কৌশল, এমন নামে কোনো পরিবহন চললে তা আটকিয়ে বাধা দেওয়া হবে। প্রশাসনের উচিত বিষয়টির দিকে গভীর নজর দেওয়া। অন্যথায় পরিস্থিতি ঘোলাটে হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads