• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
শনিবার নয়াপল্টনে বিএনপি'র সমাবেশ

বিএনপি লোগো

মহানগর

শনিবার নয়াপল্টনে বিএনপি'র সমাবেশ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০২০

জাতীয়তাবাদি দল বিএনপি'র চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। আগামীকাল দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। খালেদার কারাবাসের দুই বছর পূর্তি উপলক্ষে এ সমাবেশের অনুমতি চেয়েছিল বিএনপি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হয়।

আর সমাবেশের বিষয়টি নিশ্চিত করে দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী অ্যানী বলেন, সমাবেশ করার অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলামকে আমরা চিঠি দিয়েছিলাম। আজকে (শুক্রবার) তাদের পক্ষে থেকে সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। আগামীকাল (শনিবার) দুপুর ২টা থেকে সমাবেশ শুরু হবে।

তবে বিকেল ৫টার মধ্যে সমাবেশ শেষ করার পাশাপাশি মাইক ব্যবহারে সীমিত রাখার নির্দেশও দেয়া হয়েছে ডিএমপি থেকে।

ওদিকে আজ জুমার নামাজের পর দেশের বিভিন্ন মসজিদে দোয়া ও মাহফিলের আয়োজন করা হয়। এছাড়াও আগামীকাল সারা দেশের জেলা সদরে জনসভারও প্রস্তুতি নিচ্ছে বিএনপি।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে প্রথমে পাঁচ বছরের সাজা দেন আদালত। এর পর পাঁচ বছরের কারাদণ্ডাদেশ বাতিল চেয়ে করা আপিলে সাজা বাড়িয়ে ১০ বছর করেন উচ্চ আদালত। বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে বর্তমানে ৩৩টি মামলা চলছে। দুর্নীতির মামলায় কারাবন্দি খালেদা জিয়াকে গত বছরের ১ এপ্রিল চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads