• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
মগবাজারে আগুনের তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহে

সংগৃহীত ছবি

মহানগর

মগবাজারে আগুনের তদন্ত প্রতিবেদন আগামী সপ্তাহে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৮ ফেব্রুয়ারি ২০২০

রাজধানীর মগবাজারে আগুন লাগা ভবনে বায়িং হাউস, পোশাক তৈরির কাজ ও ছাদে বাড়তি বাসা নির্মাণ ভবনটির অগ্নিঝুঁকি বাড়িয়েছে। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস। আগামী সপ্তাহে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত প্রতিবেদন দেয়া হবে বলেও জানান ফায়ার সার্ভিস তদন্ত দলের প্রধান।

আবাসিক ভবনে বাণিজ্যিক কার্যক্রম চালানো সম্পূর্ণ অবৈধ হলেও মগবাজারের আগুন লাগা আবাসিক ভবনটিতে ছিল বায়িং হাউস ও পোশাক তৈরির কারখানা। ভবনটির ছাদেও ছিল নকশা বহির্ভূত ও অনুমোদনহীন বাড়তি বাসা। আর এসবই ভবনটির অগ্নিকাণ্ডের ঝুঁকি বাড়ায়।

শুক্রবার ফায়ার সার্ভিসের তদন্ত দলের প্রধান গণমাধ্যমকে এসব তথ্য জানান।

একই সঙ্গে বসবাসের জন্য ভবনটি কতটা উপযোগী, তা বুয়েটের প্রতিনিধি দলের পরীক্ষার পরই জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার ভোরে আবাসিক ভবনটির গ্যারেজে লাগা আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে অন্যান্য তলায়। অগ্নিকাণ্ডে এক শিশুসহ ৩ জনের মৃত্যু হয়। দগ্ধ হন বেশ কয়েকজন। সরু রাস্তা, এলোমেলো বৈদ্যুতিক তার ও ক্যাবেলের কারণে অগ্নি নির্বাপনে দমকল বাহিনীর সদস্যদের বেগ পেতে হয় বলেও জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads