• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
ঢাকার যে সব স্থানে করোনা রোগী শনাক্ত হয়েছে

সংগৃহীত ছবি

মহানগর

ঢাকার যে সব স্থানে করোনা রোগী শনাক্ত হয়েছে

সব চেয়ে বেশি মিরপুরে

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৪ এপ্রিল ২০২০

ঢাকায় এখন পর্যন্ত ৩৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এদের মধ্যে সব চেয়ে বেশি মিরপুরে। এখন পর্যন্ত ৯ জন মিরপুরে করোনায় আক্রান্ত হয়েছে। যার মধ্যে মিরপুরের মনিপুরে ৫ জন, সেনপাড়ায় দুজন, মিরপুর ১০ ও ১১ নম্বর এলাকার একজন করে রোগী আছেন।

এছারাও বাসাবোয় ৪ জন, বাংলাবাজারে ৩ জন, মোহাম্মদপুর, লালমাটিয়া, হাজারীবাগ, মগবাজার, উত্তরা ও উত্তরখানে দুজন করে রোগী আছেন। এ ছাড়া যাত্রাবাড়ী, আজিমপুর, কলাবাগান, রামপুরা, মহাখালী, বনানী-গুলশান, বারিধারা ও খিলক্ষেত এলাকায় একজন করে রোগী আছেন।

আক্রান্তদের মধ্যে নারীর তুলানায় পুরুষের সংখ্যাই বেশি। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য পাওয়া গেছে।

ঢাকার বাইরে দেশের ১০টি জেলায় এখন পর্যন্ত করোনা ভাইরাসের সংক্রমণ ঘটেছে। ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩৬ জন। মাদারীপুর জেলায় ১০ জন, নারায়ণগঞ্জ জেলায় ৪ জন, গাইবান্ধা জেলায় ৪ জন। এ ছাড়া গাজীপুর, কুমিল্লা, কক্সবাজার, চুয়াডাঙ্গা ও রংপুর জেলায় একজন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads