• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বসুন্ধরা আবাসিক এলাকা আজ থেকে লকডাউন হচ্ছে না

সংগৃহী ছবি

মহানগর

বসুন্ধরা আবাসিক এলাকা আজ থেকে লকডাউন হচ্ছে না

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ জুন ২০২০

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় আজ বৃহস্পতিবার রাত ১২টার পর থেকে লকডাউন হচ্ছে না। 

বৃহস্পতিবার ‘বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউন প্রসঙ্গে’ ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, নির্দেশনার ভুল বোঝাবুঝির কারণে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের সিদ্ধান্তে গতকাল রাতে বসুন্ধরা আবাসিক এলাকায় মাইকিং করে আজ থেকেই লকডাউন হবে বলে ঘোষণা দেয়া হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে, ডিএনসিসির আওতাধীন কোনও এলাকার কোন কোন অংশ রেড জোনের আওতায় তার বিস্তারিত ম্যাপিং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানোর পরেই লকডাউনের ঘোষণা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্টভাবে এখনও তা জানানো হয়নি। বসুন্ধরা আবাসিক এলাকার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এই এলাকার কোন কোন অংশ লকডাউন করা হবে তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।

এতে আরও বলা হয়, বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন ঘোষণা করা হলে তা বাস্তবায়ন করার জন্য যে সব পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেজন্য বুধবার একটি সভা করেছিলেন ডিএনসিসির ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী। এসময় অতি উৎসাহী কেউ কেউ মাইকে লকডাউনের ঘোষণা দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads