• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

মহানগর

উত্তরায় র‌্যাবের অভিযান, ৩০ জুয়াড়ি আটক

  • স্বপন রানা, উত্তরা প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ জানুয়ারি ২০২১

রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় জুয়ার আসর থেকে ৩০ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

গতকাল সোমবার রাতে উত্তরার বিন হাই রিফ্রেশমেন্ট ক্লাবে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ১৫ সেট প্লেয়িং কার্ড, ৩৮টি মোবাইল এবং ৬ লাখ ৭৭ হাজার ৮৪৮ টাকা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- আজাহারুল ইসলাম (৫২), জাহাঙ্গীর আলম (৪৬), আখতার হোসেন (৪০), মোরশেদ আলম (৪৫), মোয়াজ্জেম হোসেন (৪০), মেহেদী (৫০), সাদী (৫৮), মিজানুর রহমান (৪৩), ইসকান্দার আলী (৪৪), রুহুল আমীন (৪৪), মোজাম্মেল হক (৩৮), জাকারিয়া (৫২), জারিব হোসেন খান (৪৪), নাজিম উদ্দিন (৫৮), আনোয়ারুজ্জামান (৩৭), ওমর শরীফ (৩৭), জাহাঙ্গীর আলম (৫১), ফাহিম হাওলাদার (৪২), লিয়াকত আলী (৫৩), শওকত-উল-ইসলাম (৬১), শহিদুল ইসলাম (৫১), রেজাউর রহমান (৫৪), জাকির হোসেন (৫০), ইমতিয়াজ আহমেদ চৌধুরী (৪৬), হেলাল শেখ (৩৮), মকবুল হোসেন (৫৫), ওমর ফারুক (৫৩), রিপন (৪৮), আবুল হোসেন (৬৩) ও জহির উদ্দিন বাবু (৪৬)।

অভিযানে নেতৃত্ব দেন র‍্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) আক্তারুজ্জামান।

তিনি জানান, উত্তরা ৭নং সেক্টর এলাকায় কিছু অসাধু লোক জুয়া খেলছে- এমন সংবাদ পেয়ে রাত ৮টার দিকে অভিযান চালানো হয়। তাদের বিরুদ্ধে নিয়মিত জুয়া আইনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads