• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

ছবি : সংগৃহীত

রাজনীতি

নির্বাচনের বছরে অর্থ পাচারের শঙ্কা সিপিডির

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ এপ্রিল ২০১৮

নির্বাচনের বছরে দেশ থেকে অর্থ পাচারের শঙ্কা করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)।  মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এই শঙ্কা প্রকাশ করে সংস্থাটি। রাজনৈতিক অস্থিতিশীলতা দেখা দিলে অর্থ পাচারের পরিমাণ বেড়ে যেতে পারে বলেও মনে করছে তারা।

‘চলতি অর্থবছরে বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা এবং আগামী ২০১৮-১৯ অর্থবছরে বাজেট প্রস্তবনা’ শীর্ষক সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহামিদা খাতুন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংস্থাটির গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান। অর্থনীতির বিভিন্ন পর্যালোচনা তুলে ধরেন সংস্থাটির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য, ফেলো মোস্তাফিজুর রহমান ও গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

মূল প্রবন্ধে তৌফিকুল ইসলাম বলেন, ‘নির্বাচনের বছরে অর্থ পাচার রোধে সরকারকে সতর্ক থাকতে হবে। বাংলাদেশ ব্যাংক, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং গোয়েন্দা সংস্থাসহ আইনশৃঙ্খলা বাহিনীকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।’

দেবপ্রিয় বলেন, ‘নির্বাচন আসলে রেমিট্যান্স প্রবাহ বেড়ে যায়। আবার দেশ থেকে অর্থ বাইরেও চলে যায়। নির্বাচনের আগে মূলত তিনটি খাতের অর্থ তসরুপ করে পাচার করা হতে পারে। প্রথমটি হলো ব্যাংকিং খাত। অনাদায়ী ঋণের অর্থ পাচার হতে পারে। অন্যদিকে নির্বাচনকে সামনে রেখে কৌশলে পুঁজিবাজারে তেজিভাব দেখানো হতে পারে। এর মাধ্যমে পুঁজিবাজার থেকে অর্থ লুটপাট করে তা পাচার করতে পারে। এ ছাড়া পুঁজিপণ্য আমদানির মাধ্যমেও অর্থ পাচার হতে পারে।’

তিনি বলেন, ‘মুদ্রানীতিতে ব্যক্তি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যমাত্রা ছিল ১৬ দশমিক ৫ শতাংশ। এটা আগে ১২ থেকে ১৪ শতাংশের মধ্যে রাখা হতো। বর্তমানে ব্যক্তি খাতে ঋণ প্রবাহ সাড়ে ১৮ শতাংশে নেওয়া হয়েছে। অথচ ব্যক্তি খাতে বিনিয়োগ বাড়েনি। তাহলে প্রশ্ন উঠতেই পারে— এই টাকাটা কোথায় গেল?’

প্রবৃদ্ধি নিয়ে দেবপ্রিয় বলেন, ‘বর্তমানে আমরা কর্মসংস্থানহীন প্রবৃদ্ধি থেকে বের হয়ে আয়হীন কর্মসংস্থানের দিকে যাচ্ছি। প্রবৃদ্ধি ৬, ৭ বা ৮— যাই হোক না কেন ফলাফল কোথায়? উন্নয়ন বুঝতে হলে দেখতে হবে, প্রবৃদ্ধির সঙ্গে মানুষের কর্মসংস্থান, আয় বেড়েছে কি না?’ তিনি বলেন, ‘প্রবৃদ্ধির বেশিরভাগই হচ্ছে সরকারি বিনিয়োগের কারণে। ব্যক্তি খাতে বিনিয়োগ কমে গেছে।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads