• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন

সংরক্ষিত ছবি

রাজনীতি

পিন্টুর স্মরণসভায় ড. মোশাররফ

খালেদা মাইনাস হলে প্রধানমন্ত্রীরও একই পরিণতি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ মে ২০১৮

কারাবন্দি খালেদা জিয়া মাইনাস হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনারও একই পরিণতি হতে বেশি সময় লাগবে না। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণসভায় এ মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভাটির আয়োজন করে সম্মিলিত ছাত্র ফোরাম।  

মোশাররফ হোসেন বলেন, আজকে মাইনাস ওয়ানের কথা শোনা যাচ্ছে। কিন্তু মাইনাস টু-এর কুশীলবরা এখনো বেঁচে আছেন। যেদিন খালেদা জিয়া মাইনাস হবেন, তারপর বেশিক্ষণ লাগবে না। মুহূর্তের মধ্যেই আপনিও (প্রধানমন্ত্রী) মাইনাস হয়ে যাবেন। অতএব সাধু সাবধান।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, সরকার যদি মনে করে বিএনপির সঙ্গে নির্বাচনের বিষয়ে কোনো সমঝোতা হবে না, তাহলে তার দরকার নেই। জনগণ ও বিএনপির বন্ধুরাষ্ট্রগুলো চায়, আগামী নির্বাচন গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক হোক। আর এটা হতে হলে লেভেল প্লেয়িং ফিল্ড ও নিরপেক্ষ সরকার লাগবে। সরকার আদালতের ঘাড়ে বন্দুক রেখে তার কারাবাস দীর্ঘায়িত করছে। এটার একটিই উদ্দেশ্য, একাদশ জাতীয় নির্বাচনে খালেদা জিয়া ও বিএনপিকে মাইনাস করা।

ড. মোশাররফ বলেন, চলমান বাজেটের ৩৫ থেকে ৪০ হাজার কোটি টাকা কাটছাঁট করতে হয়েছে। কারণ রাজস্ব আদায় হয়নি। ২০১৭ সালের বাজেট টার্গেট বাস্তবায়ন সম্ভব হয়নি। অথচ এবার তার চাইতে বড় বাজেট করতে চায় সরকার। কারণ একটাই, নির্বাচনী বছরে জনগণের সঙ্গে প্রতারণা করা। তিনি বলেন, পিন্টুর মৃত্যুর কারণ তাকে কারাগারে চিকিৎসা দেওয়া হয়নি। ইলিয়াস আলী ও চৌধুরী আলমসহ বিএনপির অনেক নেতা নিখোঁজ হয়েছেন। অনেককে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে। জনগণ একদিন এসব হত্যার বিচার করবে।

আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads