• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
দিনহাটার পৈতৃক সম্পত্তি দান করলেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংরক্ষিত ছবি

রাজনীতি

দিনহাটার পৈতৃক সম্পত্তি দান করলেন এরশাদ

  • ঈশিকা অথৈ, কলকাতা
  • প্রকাশিত ০২ জুন ২০১৮

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার দিনহাটার পৈতৃক সম্পত্তির অংশ স্থানীয় মানুষের কল্যাণে দান করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ৩০ মে বুধবার ওই দানপত্রটি দিনহাটা পৌরসভার চেয়ারম্যান এবং স্থানীয় বিধায়ক উদয়ন গুহ তার হাতে পান। এই চিঠি ফেসবুকে পোস্ট করে এরশাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন ওই জনপ্রতিনিধি।

দিনহাটা শহরে গোধূলি বাজার নামে একটি ১৫ বিঘার মাঠ রয়েছে। সেই মাঠের পাঁচ মালিকের মধ্যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতিও রয়েছেন। এই সম্পত্তিটি দাদুর প্রয়াণের পর ওয়ারিস সূত্রে এরশাদের বাবা পেয়েছিলেন। বাবার প্রয়াণের পর একই সূত্রে তা পেয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

দানপত্রে এরশাদ একটি শর্ত দিয়েছেন। তাতে বলা হয়েছে, এই দানপত্র শুধু তখনই বৈধ বলে বিবেচিত হবে, যখন ওই জমির ওপর হুসেইন মুহম্মদ এরশাদের নামে স্কুল-কলেজ-হাসপাতাল কিংবা জনহিতকর কোনো স্থাপনা তৈরি করা হবে।

ওই শর্ত মেনেই সেখানে স্থাপনা তৈরি করা হবে বলে জানিয়েছেন উদয়ন গুহ। তিনি বলেছেন, ‘কাকু যেভাবে চাইছেন, ঠিক সেভাবেই আমরা কাজ করব।’

উদয়ন গুহের বাবা প্রয়াত কমল গুহ ছিলেন হুসেইন মুহম্মদ এরশাদের বাল্যবন্ধু। সে কারণে তার সঙ্গে এরশাদের পারিবারিক সম্পর্ক। দিনহাটায় বেড়াতে গিয়ে প্রায়ই গুহ বাড়ির আতিথিয়তা নেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা। সেই সম্পর্কের ভিত্তিতেই গত বছরের শেষদিকে এরশাদের কাছে পৌরসভার পক্ষ থেকে ওই জমি চেয়ে আবেদন করেছিলেন উদয়ন গুহ। তাতে সাড়া দিয়ে বুধবার ব্যক্তিগত দূতের মাধ্যমে দানপত্র পৌঁছে দেন সাবেক রাষ্ট্রপতি।

১৯৪৮ সালে পশ্চিমবঙ্গ ছেড়ে তৎকালীন পূর্ব পাকিস্তান অর্থাৎ বর্তমান বাংলাদেশে পাড়ি জমান এরশাদ। তবে তার পরিবারের অনেক সদস্য এখনো কোচবিহারে থাকেন।

এরশাদের ভাইয়ের ছেলে দিনহাটা মহকুমার আইনজীবী আহসান হাবিব গতকাল শুক্রবার সকালে টেলিফোনে জানান, তিনিও দানপত্রের খবর শুনেছেন। তিনি বলেন, ‘এরশাদ জেঠুর কাছে গত বছর (২০১৭ সালের ২৬ ডিসেম্বর) ওই জমি চেয়ে আবেদন করেছিল দিনহাটা পৌরসভা। তার পরিপ্রেক্ষিতেই জেঠু ওই জমি দান করেছেন।’

দিনহাটার বিধায়ক এবং দিনহাটা পৌরসভার চেয়ারম্যান উদয়ন গুহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি দিনহাটার মানুষ। সেই দিনহাটার মানুষের জন্য জমি দান প্রমাণ করে এই মাটির প্রতি তার ভালোবাসা-টান এখনো অটুট। তবে খোঁজ নিয়ে জানা গেছে, পুরো গোধূলি বাজারের পাঁচ শরিকের মধ্যে হুসেইন মুহম্মদ এরশাদসহ তিনজন এখন পর্যন্ত জমি দান করেছেন। বাকি দুজন এখনো করেননি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads