• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বিএনপি নিজের হাতে খাবার খায় : নজরুল

বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

সংরক্ষিত ছবি

রাজনীতি

বিএনপি নিজের হাতে খাবার খায় : নজরুল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৮ জুলাই ২০১৮

কোটা আন্দোলনে বিএনপি উসকানি দিচ্ছে- ক্ষমতাসীনদের এমন অভিযোগের জবাবে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি অন্যের হাতে খাবার খায় না, নিজের হাতে খাবার খায়। কাউকে উসকানি দেয় না। সবাই জানে কোটা আন্দোলনের মূল নেতারা ছাত্রলীগের। ছাত্রলীগের কোনো ভিপি বা জিএসের বক্তব্যে শুনেছি, ‘কোটা সংস্কার ন্যায্য আন্দোলন।’ গতকাল শনিবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী ভবনে ঢাকা মহানগর মহিলা দল (উত্তর) বাড্ডা এবং হাতিরঝিল থানার কর্মিসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেছেন, কিছু মানুষ আছে যারা মনে করে নির্বাচন হলে তাতে অংশ নেওয়া লাগবে, এমনকি যার জামানত বাজেয়াপ্ত হয় সেও মনে করে জিতবে। খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে গেলে জনগণের কাছে জবাব দিতেই জান বের হয়ে যাবে। তাই যে যা-ই স্বপ্ন দেখেন, স্বপ্ন বাস্তবায়নের চাবিকাঠি খালেদা জিয়া। আগে তার মুক্তি, পরে নির্বাচনের আলোচনা।

নজরুল ইসলাম খান বলেন, বিএনপির প্রথম থেকেই আছি। অনেক দুঃসময় অতিক্রম করেছি, এবারও ইনশাআল্লাহ অতিক্রম করতে পারব।

ঢাকা মহানগরী নেত্রী পেয়ারা মোস্তফার সভাপতিত্বে কর্মিসমাবেশে আরো বক্তব্য দেন— মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদিকা সুলতানা রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads