• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি : হানিফ

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নিফ

সংরক্ষিত ছবি

রাজনীতি

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায় বিএনপি : হানিফ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ জুলাই ২০১৮

আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হা‌নিফ বলেন, কোটা সংস্কারের নাম করে বিএনপি-জামায়াত দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তারা জনগণ থেকে বিচ্ছিন্ন বলেই নতুন করে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ সোমবার গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর আওয়ামী লীগ (উত্তর) আ‌য়ো‌জিত বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কারকে সমর্থন জানিয়ে‌ছেন। এমন‌কি একটি কমিটিও তৈরি করা হয়েছে। তারা এটা পর্যবেক্ষণ করছে। তাই আমি মনে করি এখন এই বিষয় নিয়ে কোনো আন্দোলন করা উচিত নয়।

তিনি আরো বলেন, আন্দোলনের নাটক বন্ধ করে সরকারের উন্নয়নের সাথে থাকুন, সহযোগিতা করুন তাহলে হয়তো জনগণ আপনাদের কোনো দিন ক্ষমা করেও দিতে পারে।

এসময় আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ, উত্তরের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাদেক খান প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads