• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪২৯
বঙ্গবন্ধুর অবদান ভুলে যান কেন?

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান

সংরক্ষিত ছবি

রাজনীতি

ড. কামালকে শাজাহান খান

বঙ্গবন্ধুর অবদান ভুলে যান কেন?

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ আগস্ট ২০১৮

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনকে উদ্দেশ করে প্রশ্ন করেছেন, বঙ্গবন্ধুর অবদান ভুলে যান কেন? গতকাল রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এই প্রশ্ন তোলেন।

নৌমন্ত্রী বলেন, ‘আমার পিতৃতুল্য ড. কামাল হোসেন। তিনিও দেখি আজকে উল্টো কথা বলছেন। ভুলে গেছেন বঙ্গবন্ধু আপনাকে পাকিস্তান থেকে নিয়ে এসে মন্ত্রী বানিয়েছিলেন। আমার প্রশ্ন হলো, বঙ্গবন্ধুর অবদান ভুলে যান কেন? সত্য যারা ভুলে যায় ইতিহাস কিন্তু তাদের শিক্ষা দেয়।’ রাজাকারদের তালিকা তৈরি করতে হবে উল্লেখ করে শাজাহান খান বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তাকে বলেছি যে রাজাকারদের তালিকা তৈরি করতে হবে। স্বাধীনতাবিরোধী ও যুদ্ধাপরাধী যারা আছে তাদের সন্তানদের চাকরি যাতে না হয়, সেজন্য আমি ৬ দফা প্রস্তাব দিয়েছি। যার প্রথম দফাতেই বলেছি স্বাধীনতাবিরোধী ও রাজাকারের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া যাবে না। কারণ, একজন সরকারি উচ্চপদের কর্মকর্তা অনেক কিছু করতে পারেন।’ নৌমন্ত্রী বলেন, ‘যদি রাজাকারের সন্তানরা চাকরি পায় তাহলে তারা সরকারি অফিসে বসে মুক্তিযুদ্ধবিরোধী কাজ করবে। স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য কাজ করবে। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা হটিয়ে দেওয়ার চেষ্টা করবে।’ তিনি বলেন, ‘আজকে সাংবাদিকরা যদি মিথ্যা লেখেন সেটাকেই মানুষ সত্য মনে করেন, আবার সত্য লিখলেও সেটাকে সত্য মনে করেন। কারণ লেখা যারা পড়েন ইতিহাস না জানার কারণে যা পড়েন তা-ই সত্য মনে করেন।’ আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি মোল্লা জালাল, মুক্তিযোদ্ধা সাংবাদিক কমান্ডের সভাপতি শামসুদ্দিন আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান সাংবাদিক ফোরামের সভাপতি জিহাদুর রহমান জিহাদ প্রমুখ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads